হোলির দিনে নাচের সময় গণ্ডগোলের জেরে দুই যুবককে খুনের চেষ্টা করায় পড়শি এক যুবকের ১০ বছরের কারাদণ্ড হল। বৃহস্পতিবার রঘুনাথপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কর্নপ্রসাদ বর্মন আসামি চন্দ্রশেখর শর্মাকে এই সাজা দেন। সরকার পক্ষের আইনজীবী অরুণকুমার মনি জানান, ২০১০ সালের ১ মার্চ হোলির দিনে আদ্রার সুভাষনগরে ঘটনাটি ঘটে। সাউন্ড বক্স বাজিয়ে এলাকার কিছু যুবক নাচছিলেন। সেই সময় চন্দ্রশেখরের সঙ্গে আশিস মণ্ডলের কোনও কিছু নিয়ে গোলমাল হয়। খানিক পরে চন্দ্রশেখর বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে আশিসের গলায় কোপ মারে। আটকাতে গিয়ে তাঁর হাতেও চোট লাগে। আশিসককে বাঁচাতে গিয়ে জখম হন তাঁর বন্ধু মাধব মাহাতো। পুলিশ সে দিনই চন্দ্রশেখরকে আটক করে। পরের দিন আশিসের মা জ্যোৎস্না মণ্ডল চন্দ্রশেখরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সরকার পক্ষের আইনজীবী জানান, খুনের উদ্দেশ্যেই চন্দ্রশেখর চড়াও হয়েছিল, আদালত তা জানিয়েছে। তবে সাজাপ্রাপ্তের আইনজীবী রবীন্দ্রনাথ মিশ্র জানিয়েছেন, নিম্ম আদালতের রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আবেদন করবেন।
|
বৃহস্পতিবার দুপুরে বিষ্ণুপুর থানার কাঁকিলা গ্রামের কাছে সোনামুখী-বিষ্ণুপুর রাস্তায় একটি বাস গাছে ধাক্কা মারে। জখম হলেন ১২ জন যাত্রী। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। |