টুকরো খবর
টিএমসিপি জেলা সভাপতির ইস্তফা
কলেজের উন্নতির জন্য তিনি কিছুই করতে পারেননি। তাই তৃণমূল ছাত্র পরিষদের বোলপুর শহর সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন কৃষ্ণ মাহাতো। বৃহস্পতিবার তিনি বলেন, “সাত বছরের কিছু বেশি সময় সংগঠনের দায়িত্বে রয়েছি। প্রায় ৫ বছর কলেজের ছাত্রসংসদের ক্ষমতায় রয়েছে। দায়িত্বে আসার পর কথা দিয়েছিলাম, কলেজের পঠনপাঠন সংক্রান্ত পরিকাঠামোর (যেমন হস্টেল, সাইকেল স্ট্যান্ড, গ্রন্থাগার) উন্নয়ন করব। কলেজ কতৃপক্ষকে বারে বারে জানিয়েও সমাধান পাইনি। তাই নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা সংগঠনের জেলা নেতৃত্বকে লিখিত ভাবে জানিয়েছি।” তবে নাম প্রকাশে অনিচ্ছুক টিএমসিপির রাজ্যস্তরের এক নেতা দাবি করেন, “ওই চিঠিতে উল্লেখ রয়েছে, কৃষ্ণবাবু গোষ্ঠী-দ্বন্দের শিকার। নিজের ছাত্র সংগঠনকে বঞ্চিত করে বিরোধী ছাত্র শিবিরকে সুবিধা-সুযোগ দেওয়ার অভিযোগ ওঠায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।” টিএমসিপির জেলা সভাপতি সত্যজিৎ চট্টোপাধ্যায় বলেন, “তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ওই চিঠি রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছে। পরবর্তী শহর সভাপতি কে হবেন, সে ব্যাপারে রাজ্য কমিটির সিদ্ধান্ত ও পরামর্শ মেনে নেওয়া হবে। তবে আমাদের দলে ও সংগঠনে কোনও গোষ্ঠী-দ্বন্দ নেই। কৃষ্ণবাবু ব্যক্তিগত কারণে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।”

টাওয়ারে বাজ পড়ে বন্ধ ফোন পরিষেবা
টাওয়ারে বাজ পড়ায় বেশ কিছুদিন ধরে পুরোপুরি বন্ধ হয়ে পড়ে রয়েছে সাঁইথিয়া টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন বিস্তীর্ণ অঞ্চলের টেলিফোন পরিষেবা। ল্যান্ডলাইন ছাড়াও মিলছে না মোবাইল পরিষেবা। উল্টে অনর্থক বিল মেটাতে হচ্ছে বলে গ্রাহকদের অভিযোগ। স্বাভাবিক ভাবে ক্ষুব্ধ তাঁরা। গত মাস ছয়েক ধরে রাস্তা নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি করতে গিয়ে মাটির নীচের কেবল লাইন কেটে যায়য় যার ফলে ময়ূরেশ্বরের কলেশ্বর এক্সচেঞ্জের ল্যান্ডজলাইন পরিষেবা প্রায়ই ব্যাহত হচ্ছে। একই হাল ওই এলাকার মোবাইল পরিষেবারও। তার উপরে গত ১৯ জুন সাঁইথিয়ার মূল টাওয়ারে বাজ পড়ে যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় সাঁইথিয়া এক্সচেঞ্জের আওতায় থাকা শাখা এক্সচেঞ্জগুলির ল্যান্ডলাইন এবং মোবাইল পরিষেবা বন্ধ হয়ে যায়। কলেশ্বর, ময়ূরেশ্বর, কোটাসুর, ষাটপলশা এবং রামনগর এক্সচেঞ্জের ল্যান্ডলাইন পরিষেবা-সহ লোকপাড়া এবং কলেশ্বর টাওয়ারে মোবাইল পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। সাঁইথিয়ার টেলিকম ইঞ্জিনিয়ার মাধব পাল বলেন, “সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি। আশা করছি দু’ এক দিনের মধ্যেই সমস্ত এলাকায় পরিষেবা চালু হয়ে যাবে। বিলের ব্যাপারে গ্রাহকেরা সংশ্লিষ্ট জেলা দফতরে যোগাযোগ করতে পারেন।”

পুরনো খবর:

ট্রান্সফর্মার বদলের দাবি
সপ্তাহ খানেক আগে পুড়ে যাওয়া ট্রান্সফর্মার বদলে দেয়নি বিদ্যুৎ দফতর। এর ফলে অন্ধকারে রয়েছেন ময়ূরেশ্বরের নন্দীহাট গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে একটি ২৫ কেভি ট্রান্সফর্মার থেকে একশোটি বাড়ি-সহ একটি সাবমার্সিবল পাম্পে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দিন সাতেক আগে ট্রান্সফর্মারটি পুড়ে গিয়েছে। ঢেকা পঞ্চায়েতের বিদায়ী সদস্য তৃণমূলের রামচরন দত্ত বলেন, “গ্রামবাসী প্রতিদিনই আমার বাড়িতে হাজির হচ্ছেন। এ বার আমার স্ত্রী প্রার্থী হয়েছেন। বাসিন্দারা জানিয়ে দিয়েছেন, নির্বাচনের আগে আলো না জ্বললে ভোট দিতেই যাবেন না। তিনদিন বিদ্যুৎ দফতরে ধর্না দিয়েছি। হচ্ছে হবে আশ্বাস শুনছি।” ময়ূরেশ্বর ইলেকট্রিক গ্রুপ সাপ্লাইয়ের স্টেশন ম্যানেজার গঙ্গাধর মালি বলেন, “ওই গ্রামের ট্রান্সফর্মার বদলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি শীঘ্রই মিলবে।”

পথ অবরোধ
মানসিক ভারসাম্যহীন মহিলাকে খুন করা হয়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে প্রায় ১ ঘণ্টা রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ‘খুনে’র ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে এই আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন। গত শনিবার সকালে অচৈতন্য ও বিবস্ত্র অবস্থায় অন্ডাল-সাঁইথিয়া শাখার ভীমগড় স্টেশনের কাছে রেল লাইনের কালভার্টের নীচ থেকে উদ্ধার হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন মহিলা। বাসিন্দাদের দাবি ছিল, তাঁর উপর যৌন নিগ্রহের পরে মারধর করে ফেলে দিয়ে গিয়েছিল কে বা কারা। পুলিশ বা হাসপাতাল অবশ্য ওঁর ওপর যৌন নির্যাতন হয়েছে কি না সেটা স্পষ্ট করেনি। মহিলাকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে ভর্তি করার পর রবিবারই মৃত্যু হয়।

অজ্ঞাত পরিচয়ের মৃত্যু
শরীরে পচন ধরেছে। ওই অবস্থায় ট্রেনের কামরায় পড়েছিলেন অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ। গায়ে জামাকাপড় নেই। রেলপুলিশ খবর পেয়ে এলেও স্টেশন মাস্টার হয়ে রেলের চিকিৎসক--- সব ধাপ পেরিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে সময় লাগল প্রায় দেড়ঘণ্টা। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধ মারা যান। বৃহস্পতিবার রামপুরহাট স্টেশনের ঘটনা। রেলপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায় বলেন, “নিয়ম মেনে আমাদের সব কিছু করতে হয়েছে। শুনেছি ওই বৃদ্ধ মারা গিয়েছেন।” তবে বাসিন্দাদের প্রশ্ন, এমন সঙ্কটজনক অবস্থায় এত নিয়ম মেনে কাজ করা হল? এর উত্তর অবশ্য মেলেনি।

বোমাবাজির অভিযোগ
কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে সাঁইথিয়া থানার হরপলশা গ্রামে ঘটনাটি ঘটে। প্রার্থী মুস্তাক আমেদ অভিযোগ করেন, “আমরা তখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ টিনের চালে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। তার মধ্যেই ফের আরও একটি বোমা পড়ে।” তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই করেছে বলে দাবি কংগ্রেসের সাঁইথিয়া ব্লক সভাপতি প্রদীপ সরকার। যদিও তৃণমূলের সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলি খান বলেন, “এ সব ভিত্তিহীন অভিযোগ। বিরোধীরা নানা ভাবে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।” অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত
ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকার সময়ে বালি বোঝাই ট্রাক্টরের ধক্কায় বৃহস্পতিবার দুপুরে দাউদ আনসারি (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ির খটঙ্গা পঞ্চায়েতের তারাপুর গ্রাম। বাসিন্দারা ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। আংশিক ভাঙচুর করা হয় দমকলের গাড়িতে। হুসনাবাদ সুরেন বন্দ্যোপাধ্যায় উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রের পিসতুতো দাদা হাসপাতালে চিকিৎসাধীন।

মন্দিরে চুরি
দুবরাজপুরের সবচেয়ে বড় ও প্রসিদ্ধ শ্মশানকালী মন্দিরের তালা ভেঙে চুরি গেল গহনা ও পুজোয় বাসনপত্র। বৃহস্পতিবার জানাজানি হয়। পুলিশ তদন্ত করছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.