|
উদ্বিগ্ন লিগ কর্তারা |
ভোটের ফাঁসে আটকে সীমান্তের ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
|
নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে সীমান্তের ফুটবলেও। করিমপুরে প্রতি বছর জুনেই শুরু হয়ে যায় আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় ফুটবল লিগ। এ বছর নির্বাচনী নির্ঘন্টের সঙ্গে তাল মেলাতে গিয়ে লিগ শুরু হওয়ার কথা ১৫ জুলাই থেকে। কিন্তু ২৭ জুন পর্যন্ত নির্বাচনের ভাগ্যই যখন আদালতের হাতে তখন ১৫ জুলাই থেকেই যে লিগ শুরু হবে এমন নিশ্চয়তা দিতে পারছেন না খোদ ক্রীড়া সংস্থার কর্তারাই। করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক দীপঙ্কর সাহা বলেন, ‘‘প্রথমে নির্বাচনের যে নির্ঘন্ট তৈরি হয়েছিল সেই নিরিখেই আমরা লিগের দিন ঠিক করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে যা চলছে তাতে আমরাও লিগ নিয়ে উদ্বিগ্ন।’’ দীপঙ্করবাবুর কথায়, ‘‘এবছর বৈশাখের শেষ থেকে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে চাঙ্গা রয়েছে খেলার মাঠ। আমরা মাসখানেক আগে থেকেই দিব্যি লিগ শুরু করতে পারতাম। কিন্তু সব দিক ভেবে নির্বাচনের জন্যই লিগ পিছিয়ে দেওয়া হল, প্রশাসনও তেমনটা চেয়েছিল, কিন্তু নির্বাচন নিয়ে যা চলছে তাতে ১৫ জুলাই থেকেও যদি লিগ শুরু করতে না পারি তাহলে নির্ধারিত সময়ে খেলা শেষ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।’’
ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিক চললে ১৫ জুলাই থেকে ১৬ টি দল নিয়ে শুরু হবে জুনিয়র লিগ। ১৭ জুলাই থেকে ১৪ টি দল নিয়ে শুরু হবে সিনিয়র তৃতীয় ডিভিসন জুলাইয়ের শেষ থেকে মোট ১৩ টি দল নিয়ে শুরু হবে। সিনিয়র প্রথম ও দ্বিতীয় ডিভিসনের খেলা গত ১৬ জুন করিমপুর পান্নাদেবী কলেজে। ক্রীড়া সংস্থার ৩৭ তম বার্ষিক সাধারণ সভার আলোচনায় ২০১৩-১৪ মরসুমের লিগের খেলার এমন দিনক্ষণ ঠিক করেন ক্রীড়া সংস্থার কর্তারা। ওই সভাতেই ২০১২-১৩ মরসুমের ফুটবল ও ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলোকেও পুরস্কৃত করা হয় ফুটবলে গত মরসুমে জুনিয়র বিভাগে যমশেরপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছে পন্ডিতপুর মিলন সংঘ সিনিয়র প্রথম বিভাগে কেচুয়াডাঙা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছে সেনপাড়া পল্লীশ্রী সংঘ সিনিয়র। দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর জামতলা নবারুণ সংঘ, রানার্স হয়েছে ফুনকোতলা বাঙ্কার্স ক্লাব সিনিয়র, তৃতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ধোড়াদহ সেবা সংঘ এবং রানার্স হয়েছে দিঘলকান্দি কিশোর সংঘ। অন্যদিকে ক্রিকেটে গত মরসুমে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর জামতলা নবারুণ সংঘ, রানার্স হয়েছে যমশেরপুর ক্রিকেট ক্লাব সিনিয়র। প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর জামতলা নবারুণ সংঘ, রানার্স হয়েছে করিমপুর জামতলা নবারুণ সংঘ কোচিং সেন্টার সিনিয়র। দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে দাড়েরমাঠ ইয়ুথ ফোরাম এবং রানার্স হয়েছে করিমপুর গেটটুগেদার ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্স উভয় দলকেই সংস্থার পক্ষ থেকে শংসাপত্র, ট্রফি ও নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। |