টুকরো খবর
শ্লীলতাহানি, ধৃত
বাড়িতে ঢুকে বধূর শ্লীলতাহানি করার দায়ে গ্রেফতার হলেন গ্রামেরই এক যুবক। বুধবার রাতে অভিযোগ পেয়ে সুতাহাটা থানার রাজরামপুর থেকে গৌতম বেরা নামে ওই যুবককে ধরে পুলিশ। গৌতমকে বৃহস্পতিবার হলদিয়া এসিজেএম আদালতে হাজির করানো হলে চার দিনের জেল হাজতের নির্দেশ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই বধূ বাড়িতে মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন। তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে গৌতম বাড়িতে ঢুকে ওই বধূর শ্লীলতাহানি করেন। বধূর চিৎকারে যুবক পালান। পরে থানায় অভিযোগ দায়ের করেন বধূ। রাতেই পুলিশ গৌতমকে ধরে।

হোটেল থেকে উদ্ধার ছয় তরুণী
হোটেলে হানা দিয়ে পাচার হয়ে যাওয়া এক নাবালিকা-সহ ছয় তরুণীকে উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ। ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে কাপাসএড়্যার হোটেলটি। বুধবার রাতে অভিযান চালিয়ে ওই হোটেলের মালিক চন্দন রায় ও ম্যানেজার গৌতম রায় ছাড়াও চার জনকে ধরে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ হয়। বিচারক উদ্ধার হওয়া তরুণীদের হাওড়া জেলার লিলুয়ার হোমে রাখার নির্দেশ দেন।

প্রচার নিয়ে গোলমাল
প্রচার নিয়ে হলদিয়ার চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের ডালিম্বচকে বৃহ্স্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই এলাকার ৪ নম্বর আসনের সিপিএম প্রার্থী হীরানাথ দাস ও তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দোলুইয়ের হয়ে প্রচারে বের হয় দু’পক্ষই। স্থানীয় কলতলার কাছে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বাধে। উভয়পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

লক্ষ্মণগণ্ডিতে আটকে লক্ষ্মণই
প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের পূর্ব মেদিনীপুরে ঢোকার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অভিযুক্ত ওই নেতা এখন জামিনে মুক্ত আছেন। জামিনের শর্তে বলা আছে, আদালতের নির্দেশ ছাড়া তিনি তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে ঢুকতে পারবেন না। লক্ষ্মণবাবু এই শর্ত প্রত্যাহারের আবেদন জানিয়ে মামলা করেন। তাঁর কৌঁসুলি বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ড ২০০৭ সালের। দীর্ঘদিন কেটে গিয়েছে। আবেদনকারীর পরিবার থাকে হলদিয়ায়। তিনি তাদের সঙ্গে থাকতে পারছেন না। রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও নিজের জেলায় রাজনৈতিক কাজ করতে পারছেন না। নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, এখনও ওই ঘটনার তদন্ত চলছে। অন্যতম অভিযুক্ত পূর্ব মেদিনীপুরে গেলে নতুন করে সমস্যা দেখা দেবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় বলেন, আবেদনকারীর জামিন খারিজ করার আবেদন জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে আপিল করেছে। এই অবস্থায় জামিনের শর্ত শিথিল করা ঠিক হবে না। বিচারপতি জয়ন্ত বিশ্বাস ও বিচারপতি সুবল বৈদ্যের ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করে দেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.