|
|
|
|
সংঘর্ষে তপ্ত ময়না
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পঞ্চায়েত ভোট ঘিরে তৃণমূল ও সিপিএম সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকার বরুনা গ্রাম। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা নাগাদ বরুনা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে তিন সিপিএম এবং এক তৃণমূল সমর্থক আহত হন। দুই দলেরই এক জন করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি। এ ছাড়াও কয়েকজন সিপিএম সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে এলাকায় পুলিশ বাহিনী গিয়েছে। তবে, এখনও কেউ গ্রেফতার হয়নি।
পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় চাপা উত্তেজনা ছিল। গত সোমবার ওই পঞ্চায়েত এলাকার গোড়ামহল গ্রামে সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী সিদ্ধার্থ পাত্রকে তৃণমূল সমর্থকরা মারধর করেন বলে অভিযোগ। সিদ্ধার্থ এখনও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বরুনা গ্রামে মঙ্গলবার রাতে তৃণমূল সমর্থকদের মিছিল হওয়ার পর উত্তেজনা আরও বাড়ে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা নাগাদ দু’পক্ষের লোকেদের মধ্যে সংঘর্ষ বাধলে বোমার আঘাতে সনাতন মণ্ডল নামে এক তৃণমূল সমর্থক ও ধারালো অস্ত্রের আঘাতে বরেন মণ্ডল নামে সিপিএম সমর্থক গুরুতর আহত হন। তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নার সিপিএম নেতা মুজিবর রহমানের অভিযোগ, “আমাদের প্রার্থীদের প্রচার করতে দিচ্ছিল না ওরা। বৃহস্পতিবার ভোরবেলা সশস্ত্র অবস্থায় হামলা চালায়। বাম পায়ে ও হাতে ধারালো অস্ত্রের কোপ লেগেছে বরেনের।”
তৃণমূলের ময়না ব্লক কার্যকরী সভাপতি সুব্রত মালাকার পাল্টা অভিযোগ করে বলেন, “কিছু দিন আগে একটি মামলায় অভিযুক্ত হয়ে বরুনা গ্রামের কিছু সিপিএম সমর্থক ঘরছাড়া ছিলেন। এ দিন ভোরে তাঁরা গ্রামে ঢোকার সময় বোমাবাজি করছিলেন। আমাদের দলের সমর্থক সনাতন চারাপোনা বিক্রির জন্য সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। সিপিএমের সমর্থকরা বোমা ছুড়লে তিনি গুরুতর জখম হন।”
|
|
|
|
|
|