পঁচাশিতে স্থানীয় ব্রিটিশ তারকা ভার্জিনিয়া ওয়েড ৩৯ বছর ৩৬২ দিন বয়সে উইম্বলডনে তৃতীয় রাউন্ডে ওঠার পর কিমিকোই সবচেয়ে বয়স্কা তৃতীয় রাউন্ড প্লেয়ার। নিজেই ১৭ বছর পর অল ইংল্যান্ড ক্লাবে এই পর্যায়ে পৌঁছলেন। দু’জনের এত দীর্ঘ কেরিয়ার হওয়া সত্ত্বেও সেরেনা-কিমিকো এই প্রথম মুখোমুখি হচ্ছেন। “কিমিতো অনুপ্রেরণাদায়ক ফিট প্লেয়ার। আমার খুব ছোট বয়স থেকে ওর খেলা দেখছি। পরশু ওর বিরুদ্ধে খেলব ভেবে এখনই উত্তেজিত লাগছে,” বলেন সেরেনা।
উইম্বলডনের কালো বুধবারের পরের দিন বড়সড় অঘটন না ঘটলেও আজও দু’জন ম্যাচের মাঝপথে কোর্ট ছেড়েছেন। দুই ফরাসি লদ্রা আর ম্যাথিউ। যথাক্রমে ইতালির সেপ্পি আর চেক লোপেজের বিপক্ষে। পুরুষ ও মেয়েদের সিঙ্গলস মিলিয়ে তারকাদের মধ্যে তৃতীয় রাউন্ডে উঠেছেন জকোভিচ (হারান রেনল্ডসকে ৭-৬, ৬-৩, ৬-১) দেল পোত্রো, টমাস বার্ডিচ, নিশিকোরি, টমিচ, রাদওয়ানস্কা, না লি, স্তোসুর ও বেকারের ‘ডার্ক হর্স’ লিসিস্কি।
|
প্রেমিকা শারাপোভার মতোই কোর্টে পা পিছলে গেল দিমিত্রভের। ছবি: এএফপি |
এ সবের মধ্যে আজ হওয়া মিক্সড ডাবলস ‘ড্র’-তে লি-হেশ, সানিয়া এক অর্ধে ও অন্য অর্ধে বোপান্না পড়লেন। বোপান্না-জি ঝেং সপ্তম বাছাই। সানিয়া-তেকাউ দ্বিতীয় বাছাই। ১৫ নম্বর বাছাই লিয়েন্ডার-সাই ঝেংয়ের মতোই সানিয়ারা দ্বিতীয় রাউন্ডে ‘বাই’ পেয়েছেন। সেই ম্যাচ জিতলে লি-সানিয়া মুখোমুখি। আর প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন মহেশ-হান্টুকোভা আট বছর পর ফের জুটি এ বার উইম্বলডনে।
|
অঘটনের পরে অন্য কোর্টে, অন্য মেজাজে |
বান্ধবীকে নিয়ে বার্সেলোনার অপেরায় নাদাল। ছবি: টুইটার-এর সৌজন্যে
|
সাংবাদিকদের মুখোমুখি ফেডেরার। ছবি: রয়টার্স |
|
|