|
|
|
|
স্টেশনে আটক বিনা টিকিটের ছাত্র-ছাত্রীরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিনা টিকিটে ট্রেনে ওঠার অপরাধে স্কুলের ছাত্রছাত্রীদের আটক করল রেল। ঘণ্টা দু’য়েক স্টেশনের এক ঘরে বসিয়ে রাখার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে। খড়্গপুর ডিভিসনের সিনিয়ার কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার বলেন, “রেলের অনুমতি না নিয়ে এ ভাবে বিনা টিকিটে ট্রেনে চড়া অপরাধ। যদিও ওরা ছাত্রছাত্রী হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।” ধৃত ছাত্রী নীতা সাহা, পূজা সিংহদের বক্তব্য, তারা দীর্ঘ দিন ধরে এ ভাবেই যাতায়াত করছে। কোনও দিন রেল কর্তৃপক্ষ বা স্কুল এ ব্যাপারে তাদের কিছুই বলেননি।
|
স্টেশনে আটক পড়ুয়ারা |
মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা খড়্গপুর শহরের বিভিন্ন স্কুলে পড়তে যায়। তাদের মধ্যে অনেকেই ট্রেনে যাতায়াত করে। অন্যান্য দিনের মতো এ দিনও বিনা টিকিটেই ট্রেনে চড়ে বসে সকলে। সকাল সাড়ে ৯টা নাগাদ ট্রেনে চড়ার পরে আসেন টিকিট পরীক্ষক। এ দিন মেদিনীপুর স্টেশনে রেলের পক্ষ থেকে বিনা টিকিটের যাত্রীদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়েছিল। তাতেই প্রায় ২৩ জন ছাত্রছাত্রী ধরা পড়ে। আটকদের মধ্যে বেশির ভাগই ছিল ছাত্রী। আটক করার সঙ্গে সঙ্গেই চারিদিকে সেই খবর ছড়িয়ে পড়ে। স্টেশনে একে একে হাজির হতে থাকেন অভিভাবকেরা। তাঁরা এসে ক্ষোভ জানান। তাতে যোগ দেন স্থানীয় মানুষও। প্রায় দু’ঘণ্টা আটকে রাখার পর রেল তাদের ছেড়ে দেয়। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে রেলের কাছে অনুমতি নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। |
|
|
|
|
|