টুকরো খবর
বোমাবাজি, গ্রেফতার ২
বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল মোহনপুর ব্লকের আঁতলা, শ্রীচন্দনপুর, পাকইপাড় প্রভৃতি গ্রামে। ঘটনায় সিপিএম ও তৃণমূল পরস্পর পরস্পরের বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার পুলিশ পাকইপাড় গ্রাম থেকে সশস্ত্র দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বুধবার ভোররাত থেকেই ওই গ্রামগুলিতে বহিরাগত বাইকবাহিনীকে এলাকায় দাপিয়ে বেড়াতে দেখে সন্ত্রস্ত গ্রামবাসী পুলিশে বিষয়টি জানান। তৃণমূল, সিপিএম-সহ রাজনৈতিক দলগুলির তরফেও বিডিও এবং আইসিকে তা জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গেলেও অবস্থার পরিবর্তন হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয় বোমাবাজি। দুষ্কৃতীরা গুলিও ছোড়ে বলে অভিযোগ। এ দিন সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কার্তুজের খোল উদ্ধার করে। তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ পাত্রের দাবি, বাড়সাহাপুর গ্রামের লালু খাঁ ও সাবড়া গ্রামের শেখ বাবলু গুলি চালিয়ে পালানোর সময় পাকইপাড় গ্রামে গ্রামবাসীরা ওদের ধরে ফেলে। ধৃতেরা সিপিএমের আশ্রিত দুষ্কৃতী। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রীর সভায় লোক যাওয়া আটকাতেই, সিপিএম হামলা চালিয়েছে।” অভিযোগ অস্বীকার করে সিপিএম নেতা রমনীকান্ত জানা বলেন, “এলাকায় সন্ত্রাস চালাতে ও মুখ্যমন্ত্রীর সভায় জোর করে লোক ধরে নিয়ে যেতে ওদের বাহিনী মাঠে নেমেছিল। ধৃতরা ওদেরই লোক।”

সিপিএমের কর্মী প্রহৃত
দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে বুধবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় গড়বেতা থানার নলবনায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সিরাজুল খাঁ নামে প্রহৃত ওই কর্মীকে পুলিশই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পুলিশ জানিয়েছে, এ নিয়ে লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছলে ওই ব্যক্তিকে জখম অবস্থায় দেখতে পায়। তৃণমূল অবশ্য মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার চন্দ্রকোনা রোডে সিপিএমের এক বৈঠক ছিল। সেই বৈঠকে সেরে বাড়ি ফেরার পথেই প্রহত হন সিরাজুল।

গোয়ালতোড়ের জঙ্গলে অস্ত্র
অস্ত্রশস্ত্র মিলল গোয়ালতোড় থানার পিতলির জঙ্গলে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলে তল্লাশি চালায় যৌথ বাহিনী। তখনই তারা দেখতে পায়, এক জায়গায় পোঁতা রয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। মাটি খুঁড়ে যৌথ বাহিনী দু’টি রাইফেল, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মাওবাদীরাই এই অস্ত্র লুকিয়ে রেখেছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সিপি’র দাবি
২০ শতাংশ আসন বাড়ানোর দাবি নিয়ে কলেজ কর্তৃপক্ষের দ্বারস্থ হল ছাত্র পরিষদ। বুধবার কমার্স কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ দাস মহাপাত্রের কাছে সংগঠনের পক্ষ থেকে এক স্মারকলিপি জমা দেওয়া হয়। ছাত্র পরিষদের বক্তব্য, কলেজে ভর্তি হতে না পেরে বহু ছাত্রছাত্রী সমস্যায় পড়েন। অন্তত, ২০ শতাংশ আসন বৃদ্ধি করা হলে আর এই সমস্যা থাকবে না।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.