টুকরো খবর
মাদক-সহ গ্রেফতার বিমানযাত্রী
বিশ্ব মাদক বিরোধী দিবসের রাতে চোরাচালানের পথে মাদক-সহ ধরা পড়লেন এক বিমানযাত্রী। ধৃত শাহিদুল হুসেনের (২২) বাড়ি খিদিরপুরে। তাঁর কাছে দু’কেজি হাসিস মিলেছে। ভারতীয় মুদ্রায় তার দাম ১০ লক্ষ টাকা হলেও শুল্ক অফিসারদের মতে, বিদেশি বাজারে তার দাম প্রায় দশ গুণ। কয়েক দিনের মধ্যে হাসিস পাচার হবে বলে শুল্ক অফিসারদের কাছে খবর ছিল। বুধবার রাতে হংকং যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছন শাহিদুল। তাঁর হাতব্যাগ তল্লাশির সময়ে সেখানে ধূপের চারটি প্যাকেট দেখে সন্দেহ হয় অফিসারদের। দেখা যায়, ওই সব প্যাকেটে হাসিস রয়েছে। জেরায় শাহিদুল জানান, এক ব্যক্তি তাঁকে ওই ধূপের প্যাকেটগুলি হংকং-এ এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেছিল। তার বদলে মোটা টাকা পাওয়ার কথা ছিল তাঁর। অন্য দিকে, ১৬ কেজি গাঁজা-সহ কুখ্যাত সমাজবিরোধী শেখ আজাদকে বুধবার রাতে নারায়ণপুরের বেড়াবেড়ি এলাকা থেকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। এর আগেও চুরি, ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল। তদন্তকারীরা জেনেছেন, আজাদ আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গেও যুক্ত। বিধাননগর কমিশনারেটের ন’টি থানা এলাকায় মোটরবাইক ও গাড়ি চুরির ঘটনার তদন্তে নেমে কমিশনারেটের নিউ টাউন, লেকটাউন, বিধাননগর উত্তর ও দক্ষিণ থানার পুলিশ জানতে পারে, দীর্ঘ দিন ধরে একটি চক্র সক্রিয় হয়েছে। এর পরেই মোট ৬ জন গ্রেফতার হয় ও দেড়শো কেজি গাঁজা ও ৫টি মোটরবাইক মেলে।

সুদীপ্তের মৃত্যুর তদন্ত রিপোর্ট তলব
পুলিশ হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত রিপোর্ট, কেস ডায়েরি এবং সেই সময়ে তোলা সিডি আজ, শুক্রবার আদালতে পেশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সুদীপ্তের বাবা প্রণব গুপ্ত সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন। তিনি বলেন, বাস দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়নি। তিনি মারা গিয়েছেন পুলিশি হেফাজতে। ছেলেকে হত্যা করা হয়েছে বলেই অভিযোগ প্রণববাবুর। সরকার পক্ষের আইনজীবী এ দিন আদালতে বলেন, ওই মৃত্যু দুর্ভাগ্যজনক। তবে তাঁর মৃত্যু হয়েছে বাতিস্তম্ভে ধাক্কা খেয়ে। প্রণববাবুর পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বাতিস্তম্ভের যেখানে রক্তের দাগ ছিল, সেটা মাটি থেকে সাত ফুটের বেশি উচ্চতায়। কিন্তু সুদীপ্তের উচ্চতা ছিল পাঁচ ফুট দু’ইঞ্চি। যদি ধরে নেওয়া যায় যে, সুদীপ্ত বাসের পাদানিতে ছিলেন, তা হলেও উচ্চতা হয় ছ’ফুট দু’ইঞ্চি। বিকাশবাবুর প্রশ্ন, বাতিস্তম্ভে ধাক্কা খেলে সাত ফুটের উপরে রক্তের দাগ কী করে?

পুরনো খবর:
সিন্ডিকেট-বিরোধ
নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে বুধবার দুই সিন্ডিকেটের গোলমালে উত্তপ্ত হল বেহালা থানা এলাকা। অভিযোগ, কয়েক রাউন্ড গুলিও চলে। পুলিশ জানায়, বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়া ও ১২০ নম্বর ওয়ার্ডের সেনহাটি বাজারের মধ্যে গোলমালের সূত্রপাত। ওই দুই ওয়ার্ডে নির্মাণ সামগ্রী ফেলার সিন্ডিকেট চালায় কুণাল ও ভাস্কর সেন নামে দুই ব্যক্তি। মাল সরবরাহ নিয়ে ঝামেলা লেগেই থাকত। অভিযোগ, এক পক্ষ বাইকবাহিনী নিয়ে অন্য পক্ষকে হুমকি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে স্থানীয়রাই থানায় জানান। গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ বলেন, “পাঁচ জন গ্রেফতার হয়েছে। মিলেছে কার্তুজ-সহ সিঙ্গল শটার ও কয়েক রাউন্ড গুলি।”

অটোচালক ধৃত
এক যুবককে মারধর করে পার্স ছিনিয়ে নেওয়ার অভিযোগে ধরা পড়লেন এক অটোচালক। পুলিশ জানায়, বৃহস্পতিবার পার্ক সার্কাস সাত মাথার মোড় থেকে অটোতে ওঠেন দিলবার আলি নামে এক যুবক। অভিযোগ, সামান্য এগিয়েই চালক তাঁকে নামতে বললে তিনি নেমে যান। অন্য এক জনকে তুলতে দেখে দিলবার প্রতিবাদ করেন। অভিযোগ, চালক দিলবারকে মারধর করে পার্স ছিনিয়ে পালান। কর্তব্যরত ট্রাফিক পুলিশ দিলবারকে থানায় অভিযোগ জানাতে বলেন। দিলবার অটোর নম্বর-সহ বেনিয়াপুকুর থানায় অভিযোগ করেন। অটো-সহ চালক ধরা পড়েছে।

সিটিসির এসি বাস
এসি ট্রামের পরে এ বার এসি বাস চালু করছে সিটিসি। পড়ে থাকা দু’টি বাসের ভোল বদল করে তৈরি হয়েছে ৪০-আসনের দু’টি এসি বাস। প্রতিটির জন্য খরচ পড়েছে ২০ লক্ষ টাকা। সংস্থার চেয়ারম্যান শান্তিলাল জৈন বৃহস্পতিবার বলেন, “কলকাতার দু’টি রুটে চলবে এই বাস দু’টি। টিকিটের দাম হবে ২০ টাকা থেকে ৬০ টাকা।”

পুরনো খবর:
ছাঁটাইয়ে বিক্ষোভ, অচল চটকল
তিন শ্রমিককে কাজ থেকে বরখাস্ত করায় কর্মী-বিক্ষোভের জেরে বৃহস্পতিবার পুরো দিন কার্যত অচল হয়ে থাকল বরাহনগর জুটমিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। এ দিন ভোরে কাজে যোগ দিতে এলে ভোলানাথ খাঁড়া নামে এক শ্রমিককে ঢুকতে বাধা দেন রক্ষীরা। জানিয়ে দেওয়া হয়, অচিন্ত্য ঘোষ, বাপ্পা সিংহ নামে অন্য দুই শ্রমিকের সঙ্গে ভোলানাথকেও ঢুকতে দিতে নিষেধ করেছেন চটকল-কর্তৃপক্ষ। তার পরেই শুরু হয় বিক্ষোভ।

যাদবপুরে বিক্ষোভ
নতুন পাঠ্যক্রম, পরীক্ষার নতুন নিয়ম তৈরি-সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এগ্জিকিউটিভ কাউন্সিল বা ইসি-র বৈঠক চলাকালীন অবস্থান করলেন, বিক্ষোভ দেখালেন এক দল ছাত্রছাত্রী। তাঁরা টিএমসিপি-র কর্মী-সমর্থক। বৈঠকের পরে কর্তৃপক্ষ জানান, পড়ুয়াদের দাবি যাচাইয়ে কমিটি গড়া হয়েছে।

আগাম জামিন
গার্ডেনরিচের হাঙ্গামায় অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্নার ছেলে অনিল ইকবাল বৃহস্পতিবার আলিপুর দায়রা আদালতে আগাম জামিন পেয়েছেন। ফেব্রুয়ারিতে হরিমোহন ঘোষ কলেজে ছাত্রভোটকে ঘিরে হাঙ্গামায় খুন হন পুলিশকর্মী তাপস চৌধুরী। তার পরে অনিল-সহ সাত অভিযুক্ত গা-ঢাকা দেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.