টুকরো খবর |
ফের অস্ত্র মিলল জেলা জুড়ে
নিজস্ব প্রতিবেদন |
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার চলছেই। মঙ্গলবার অভিযান চালিয়ে কালনা ও কাঁকসা থানার পুলিশ মোট ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে তিন জনকে। আটক করা হয়েছে দু’টি মোটরবাইকও। কালনা থানার পান্ডুয়া রেল গেটে সাবির শেখ নামের এক ব্যক্তির কাছ থেকে বুধবার চারটি আগ্নেয়াস্ত্র ও ছ’রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার কালনা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে বুধবারই কাঁকসা থানার পুলিশ দেউল পার্ক মোড়ে তাহের আলি ও অভিজিত বারুই নামে দুই ব্যক্তির থেকে ১টি ছ’ঘরার রিভলভার-সহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। |
|
কালনা থানায় উদ্ধার করা অস্ত্র। নিজস্ব চিত্র। |
এই দুজনের বাড়ি বীরভূমের ইলামবাজারে। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন “আমাদের এই অভিযান চলবে। গত ২৯ মে অর্থাত্ ত্রিস্তর পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার সময় থেকে আজ পর্যন্ত মোট ৯০টি আগ্নেয়াস্ত্র, ১৬৪ রাউন্ড গুলি, ১৫০টি বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। মোট ৭৭ জন গ্রেফতার হয়েছে।” সোমবার কেতুগ্রামের রতনপুর পীরতলা থেকে জামাল শেখকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ন’টি ওয়ান শটার, একটি ম্যাগাজিন ও ২৮টি কার্তুজ। পুলিশ হেফাজতে থাকাকালীন কেতুগ্রামের কাচড়া গ্রামে ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক, ২টি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পুরনো খবর: কেতুগ্রামে ফের মিলল অস্ত্র
|
দুর্ঘটনায় মৃত্যু যুবকের, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর জেরে ঘণ্টা দুয়েক রানিগঞ্জের জেকে নগর মোড় অবরোধ করলেন বাসিন্দারা। ২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ওই মোড়ে চারটি জায়গায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে দেওয়া হয়। মৃতের নাম শ্রীকান্ত বাউড়ি (২৫)। তাঁর ভাইকে গুরুতর জখম অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মৃত শ্রীকান্ত এবং তাঁর ভাই শ্রীমন্তের বাড়ি রানিগঞ্জের সিহারশোল গ্রামে। কিন্তু তাঁরা চলবলপুরে তাঁদের মামার বাড়িতেই থাকতেন। |
|
চলছে অবরোধ। —নিজস্ব চিত্র। |
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ শ্রীকান্তবাবু তাঁর ভাইকে মোটরবাইকে চাপিয়ে তাঁর কর্মস্থল কুনস্তরিয়া কোলিয়ারি যাচ্ছিলেন। সে সময় রানিগঞ্জগামী একটি গাড়ির সঙ্গে তাঁর মোটরবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই শ্রীকান্তবাবুর মৃত্যু হয়। এই খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ, তাঁর ভাইয়ের চিকিৎসাজনিত খরচ এবং জেকে নগর মোড়ে ট্রাফিক কর্মী মোতায়েনের দাবি জানাতে থাকেন। সকাল সাড়ে নটা নাগাদ পুলিশ দাবিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের জেরে কয়েকশো যানবাহন জাতীয় সড়কে আটকে পড়ে। নাকাল হন নিত্য যাত্রীরা। পুলিশ জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
সিপিএমে যোগ তৃণমূল নেত্রীর
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পঞ্চায়েত ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন অন্ডাল ব্লক মহিলা তৃণমূলের সহ-সম্পাদিকা তপতী চট্টরাজ। বৃহস্পতিবার অন্ডালের কাজোড়া মোড়ে বামফ্রন্টের একটি জনসভা হয়। সেখানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তপতীদেবী জানান, তৃণমূলে কোনও একটি বিশেষ গোষ্ঠীর হয়ে কাজ না করলে কোনও সম্মান থাকছে না। তাঁকে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের দলের মহিলা প্রার্থীদের নামের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর তালিকা অনুযায়ী, তিনি বা অন্য কেউ টিকিট পাননি। তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কাঞ্চন মিত্র বলেন, “পাঁচ মাস আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ওঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
|
পড়ে মৃত্যু শ্রমিকের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কারখানার টিনের শেড বানাতে গিয়ে পড়ে মারা গিয়েছেন এক ঠিকা শ্রমিক। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উমেশ প্রসাদ (২১)। বাড়ি ডিটিপিএস কলোনি সংলগ্ন জিতেননগর এলাকায়। এ দিন হাসপাতালে মৃতের পরিজনদের সঙ্গে দেখা করতে যান আইএনটিটিইউসি’র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষের কাছে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং নিকট আত্মীয়কে চাকরির দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষ তা মেনেও নিয়েছেন। প্রভাতবাবু বলেন, “নগদ সাড়ে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের একজনকে ঠিকা শ্রমিকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।”
|
কেন সাইডিংয়ে কয়লা, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ইসিএলের কয়লা সাইডিংয়ে না ফেলে জঙ্গলে ফেলা হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ওই কয়লা উদ্ধার করে ইসিএলে ফেরত পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বেলবাঁধ এলাকায়। পুলিশ জানায়, নর্থ সিহারসোল খোলামুখ খনির কয়লা ডাম্পার বোঝাই করে বেলবাঁধ সাইডিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার রাত ৯টা নাগাদ এলাকার বাসিন্দারা দেখেন, সাইডিংয়ে না নিয়ে গিয়ে পাশেই একটি জঙ্গলে ডাম্পারের চালক কয়লা নামিয়ে দেয়। এরপর বাসিন্দাদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কয়লা উদ্ধার করে। অবৈধভাবে এই পাচার নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। ইসিএলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। জামুড়িয়া পুলিশ জানায়, রাত পর্যন্ত ইসিএল কোনও অভিযোগ দায়ের করেনি। পুলিশ নিজেই মামলা দায়ের করেছে।
|
নর্দমায় কাটআউট
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
সিপিএমের বিরুদ্ধে তৃণমূলের ব্যানার, পোস্টার এবং কাট আউট খুলে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল বল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল রানিগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল জানান, বুধবার তাঁদের দলীয় প্রার্থী মমতা প্রসাদের নাম লেখা ব্যানার, পোস্টার এবং কাট আউট খুলে নর্দমায় ফেলে দেয় সিপিএম কর্মীরা। দশ জন সিপিএম কর্মীর বিরুদ্ধে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএমের রানিগঞ্জ জোনাল সম্পাদক রুনু দত্ত জানান, বিভ্রান্ত হয়ে তৃণমূল তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |
খনিতে সুরক্ষার দাবি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
খনিতে সুরক্ষা, সময়ে পদোন্নতি, অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে নিঘা কোলিয়ারির সামনে বিক্ষোভ সভার আয়োজন করল পাঁচটি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত সংযুক্ত শ্রমিক সংগ্রাম কমিটি। তাঁদের অভিযোগ, মেয়াদ ফুরিয়ে গেলেও ভূগর্ভে সুরক্ষা জুতো ও টুপি মিলছে না। অবসর নেওয়ার পর দীর্ঘদিন কাটলেও পিএফের টাকা মিলছে না। দীর্ঘদিন পদোন্নতি আটকে আছে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, আলোচনা করে নিষ্পত্তি করা হবে। |
কয়লা বোঝাই লরি আটক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ কয়লা বোঝাই একটি লরি আটক করেছে বারাবনি থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের গৌরান্ডি এলাকা থেকে পুলিশ লরিটি ধরে। কয়লা পাচারের অভিযোগে বাপ্পা গড়াই নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লরিটিতে প্রায় ১০ মেট্রিক টন কয়লা ছিল।
|
অবৈধ মদ বাজেয়াপ্ত |
বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রানিগঞ্জের নর্থব্রুক কোলিয়ারি এলাকা থেকে প্রচুর অবৈধ দেশী মদ বাজেয়াপ্ত করেছে রানিগঞ্জের আবগারি দফতর। অবৈধ মদের কারবারে জড়িত থাকার অভিযোগে শঙ্কর সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
|
কোথায় কী |
দুর্গাপুর
হকি। টাউন ক্লাব মাঠ। বিকাল পৌনে চারটা।
ফুটবল। গ্যামন ব্রিজ মাঠ। ৪টা। মহকুমা ক্রীড়া সংস্থা।
অন্ডাল
ফুটবল প্রতিযোগিতা। উখড়া ফুটবল মাঠ। বিকাল ৩টা। উদ্যোগ: উখড়া ফুটবল অ্যাকাডেমি। |
|