বড়ঞা কাণ্ড: তদন্ত শুরু মানবাধিকার কমিশনের |
আজ আনুষ্ঠানিক ভাবে মুর্শিদাবাদের বড়ঞায় মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন। পরিবারের অভিযোগের ভিত্তিতেই ডিআইজি পদমযার্দার অফিসারকে দিয়ে এই তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন । ৩ সপ্তাহের মধ্যে কমিশনের কাছে এই তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
রবিবার কাকভোরে মুর্শিদাবাদের বড়ঞার খরজুনা গ্রামের চাষাপাড়ায় হাসপাতালের পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয় এক মাঝ বয়সী মহিলার নগ্ন দেহ। রবিবার ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার জানান, ধর্ষণ নয় শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই মহিলাকে। ওই মহিলার স্বামী, প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা অভিযোগ করেছিলেন, জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর ঘটনার গুরুত্ব কমিয়ে দিতে ‘ইচ্ছে করেই’ সহবাস-তত্ত্ব আরোপ করছেন।এর পরিপ্রেক্ষিতেই মানবাধিকার কমিশনের আজকের এই পদক্ষেপ।
|
আসানসোলে পথ দুর্ঘটনা, হত ১, আহত ১ |
আজ সকালে অফিস যাওয়ার সময় বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক বাইক আরোহী। এই ঘটনায় আহত হন আরেক জন। ঘটনাটি ঘটে আসানসোলের জেকে নগরের কাছে ২ নং জাতীয় সড়কে। অনেক দিন ধরেই বেপরোয়া ভাবে ওই এলাকা দিয়ে গাড়ি চলাচল করলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘন্টা পথ অবরোধ করে রাখেন তাঁরা। পরে রানিগঞ্জের পঞ্জাবি মোড়ের কাছে গাড়িটির সন্ধান পায় পুলিশ। গ্রেফতার করা হয় চালককে।
|
ডোমকলে রাজনৈতিক সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ১১ |
পঞ্চায়েত ভোট নিয়ে জট কাটার আগেই সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর এলাকা। এক সিপিআইএম প্রার্থীর বাড়িতে লুঠপাট ও গুলি-বোমা নিয়ে হামলা করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসের মিছিল থেকে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন ও আহত হয়েছেন ১১ জন।
|
আজ পূর্ব মেদিনীপুরে নির্বাচনী প্রচারে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—
• খড়্গপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।
• ১০০ দিনের কাজে আমরা এক নম্বর।
• জঙ্গলমহলে ও পাহাড়ে শান্তি ফিরেছে, এরই নাম পরিবর্তন।
• উন্নয়নের কাজ এগিয়ে চলেছে, আরও এগিয়ে যাবে।
• সিপিএম চলে গেছে, রেখে গেছে দেনা।
• সিপিএম এখনও খুনের রাজনীতি করছে।
|
কালিয়াগঞ্জের বাজি কারখানায় বিস্ফোরণ, হত ৩ |
আজ সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের একটি বাজি কারখানায় আগুন লাগে। প্রচুর দার্হ্য পদার্থ মজুত থাকার জন্য মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। এই ঘটনায় প্রাণ হারান ৩ জন ও গুরুতর ভাবে আহত হন ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। |