পঞ্চায়েত মামলা এ বার সুপ্রিম কোর্টে |
দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের পঞ্চায়েত মামলা উঠল সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকারের তরফে গত কাল আদালতে জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী কোনও ভাবেই দেওয়া সম্ভব নয়। এর পর বিচারপতি জয়মাল্য বাগচীর প্রস্তাব, প্রথম দফার ভোট অর্থাৎ ২ জুলাইয়ের নির্বাচনকে ভেঙে তিন দফায় অর্থাৎ মোট পাঁচ দফায়— ২, ৪, ৬, ৮ ও ৯ তারিখে করা যেতে পারে। কলকাতা হাইকোর্টে জানানো হয় যে, পাঁচ নয় চার দফায় ভোট চায় রাজ্য সরকার। কিন্তু ক’দফায় ভোট, তা নিয়ে চিন্তিত নয় নির্বাচন কমিশন। কমিশনের দাবি, রাজ্যের নির্বাচনী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই নিয়ে দিনভর দফায় দফায় চলে নাটকীয় সওয়াল-জবাব পর্ব। চলে জটিল হিসেবনিকেষ। মাঝে মহাকরণ এবং নির্বাচন কমিশনের দফতরে বৈঠকও হয়। জটিল অঙ্কের বিচারে কমিশনের মত, রাজ্যে যা বাহিনী আছে তাতে সরকার প্রস্তাবিত ভোট নির্ঘণ্টের ২, ৬ ও ৯ জুলাইয়ে ভোট হওয়া সম্ভব নয়। পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর অভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাক-নির্বাচনী পর্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের, আহত অনেকে। সংঘর্ষ, মনোনয়নে বাধা, মনোনয়ন তুলতে হুমকি, হামলা ইত্যাদি নানা অরাজকতার ঘটনাও ঘটছে। তাই পর্যাপ্ত বাহিনী ছাড়া ভোট নয়— এই আর্জি নিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্বাচন কমিশন। বেলা ১২টা নাগাদ এই সিদ্ধান্তের কথা কলকাতা হাইকোর্টে জানায় কমিশন।
কলকাতা হাইকোর্টের শুনানির আগেই সুপ্রিম কোর্টে দাখিল করা মামলায় তিনটি চিঠি পেশ করে কমিশন। ২২ মে, ১০ ও ১৪ জুন তারিখের এই তিনটি চিঠিতে প্রয়োজনীয় বাহিনীর বিস্তারিত হিসাব দেখিয়েছে কমিশন।
এই মামলার পরবর্তী শুনানি ২৮ জুন। ওই দিন কত পরিমাণ বাহিনী দিতে তারা সমর্থ তা বিস্তারিত ভাবে রাজ্য এবং কেন্দ্রকে জানাতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বৈঠকে বসেছেন কমিশনের আইনজীবীরা।
|
জন্মকাল থেকেই তাকে নিয়ে বেশ আশাবাদী ছিলেন রতন টাটা। আত্মপ্রকাশের পর প্রত্যাশা মতোই অনেক বড়সড়, নামী প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে প্রথম সারিতে চলে আসে গাড়ি বাজার এবং টাটা মোটর্সের ছোট্ট সদস্য ন্যানো। দাম মধ্যবিত্তের নাগালে থাকায় বাজারে হু হু করে চাহিদা ও বিক্রি বাড়তে থাকে ছোট এই গাড়িটির। এক সময়, বাজারে ন্যানোর চাহিদার জোগান দিতে হিমশিম খেতে হয় প্রস্তুতকারক সংস্থাকে। বিশ্ব বাজারেও যথেষ্ট প্রশংসিত হয়েছে ন্যানো। এ বার সব কিছুকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ডে জায়গা করে নিল টাটা মোটর্সের ছোট্ট সদস্য। ১০ দিনে ১০,২১৮ কিলোমিটার (৮,০৪৬ কিলোমিটারের পুরনো রেকর্ড ভেঙে) পথ পেরিয়ে এ বার সে গিনেস বুক অফ ওয়ার্ড রেকর্ডস-এর পাতায়। হতে পারে ক্ষুদ্র, তা বলে তুচ্ছ কেন? নতুন বিশ্ব রেকর্ড গড়ে তারই প্রমাণ দিল ন্যানো।
|
বৃদ্ধার টুকরো করা দেহ উদ্ধার ওড়িশায় |
গতকাল ৬২ বছরের এক বৃদ্ধার টুকরো করে কাটা দেহ উদ্ধার করল ভুবনেশ্বরের পুলিশ। দেহটি ভারতীয় সেনার প্রাক্তন ডাক্তারের স্ত্রী ঊষশ্রী পারিদার। সন্দেহের তির বৃদ্ধার স্বামীর দিকেই। তিনি পলাতক। প্রাথমিক তদন্তে নেমে পুলিশের ধারণা, প্রায় তিন সপ্তাহ আগে, ৩ জুন খুন করা হয় ঊষশ্রীদেবীকে। ময়নাতদন্তের পর দেহটি তাঁর আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর স্বামীর খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। |