ভদ্রেশ্বরে বিজেপির একটি দলীয় কার্যালয়ে ভাঙা হল। যাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে তাদের চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, সোমবার তৃণমূলের লোকজন কার্যালয়টি ভেঙেছে। নেতাদের ছবি ছিড়ে দেওয়া হয়। তাদের দাবি, কার্যালয়টি রেলের জমিতে। অথচ তৃণমূলের স্থানীয় নেতারা ওই কার্যালয় সরানোর জন্য বেশ কিছু দিন ধরে চাপ দিচ্ছিলেন। তাঁরা তা না শোনাতেই এ দিনের ঘটনা।
বিজেপির জেলা নেতা স্বপন পাল বলেন, “ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ উপাধ্যায়ের নেতৃত্বে ভাঙচুর চলে।” মনোজবাবুর অবশ্য দাবি, “রেল নয়, পুরসভার জমিতে বেআইনি ভাবে ওই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। তাই পুরসভার কর্মীরা গিয়ে ওই নির্মাণ ভেঙে দেন। সঙ্গে পুলিশও ছিল। তৃণমূলের কেউ ছিল না।” পুলিশও একই দাবি করেছে। পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে বিজেপির তরফে একটি অভিযোগপত্র থানায় জমা দেওয়া হলেও সেটি গ্রাহ্য হয়নি বলে পুলিশ জানিয়েছে।
|
তৃণমূলের এক মহিলা প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, সোমবার সন্ধ্যায় চুঁচুড়া-মগরা ব্লকের দেবীপুর বকুলতলায় তৃণমূলের একটি মিছিলে সিপিএম ওই হামলা চালায়। স্থানীয় বিধায়ক তপন মজুমদারের নেতৃত্বে এলাকায় মিছিল করছিল তৃণমূল। মিছিল দেবীপুর বকুলতলায় পৌঁছতেই হামলা হয়। প্রহৃত দলের পঞ্চায়েত প্রার্থী বাণী মণ্ডলকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |