মাওবাদীদের নাম করে মনোনয়পত্র প্রত্যাহার করে নেওয়ার হুমকি চিঠি পেলেন কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েত প্রার্থী। শনিবার একটি ‘ইনল্যান্ড লেটারে’ ওই চিঠি পৌঁছয় সিউড়ির খটঙ্গা পঞ্চায়েতের ভান্ডিবন সংসদের কংগ্রেস প্রার্থী সনাতন বাগদির বাড়ির ঠিকানায়। তারপর থেকেই আতঙ্কে আছেন সনাতনবাবু। সোমবার কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি জেলার পুলিশ সুপারকে জানানোও হয়েছে। কংগ্রেসের অবশ্য দাবি, মাওবাদীদের নাম করে তৃণমূলের লোকেরাই হুমকি দিচ্ছে। তৃণমূল অভিযোগ মানেনি। সনাতনবাবু জানিয়েছেন, চিঠির প্রথমেই উল্লেখ করা হয়েছে ‘মাওবাদী পোস্টার’। সনাতনবাবু বলেন, “চিঠিতে আমাকে লিখেছে ‘সনাতন তুমি ভাল ছেলে। তোমাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হচ্ছে’। না করলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।” একই সঙ্গে এলাকার আরও পাঁচ কংগ্রেস নেতাকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। তাঁদের বাড়িতেও শীঘ্রই হুমকি চিঠি পাঠানো হবে বলে চিঠিতে দাবি করা হয়েছে। পাশাপাশি হুমকি দেওয়া হয়েছে সিপিএম ও বিজেপিকেও। সিউড়ির কংগ্রেস নেতা চঞ্চল চট্টোপাধ্যায় বলেন, “ওই এলাকাটি যেহেতু ঝাড়খণ্ড সীমান্তবর্তী, তাই একটু সতর্ক তো হতেই হবে। তবে যে ভাবে তৃণমূল ছাড়া প্রায় সব রাজনৈতিক দলকেই চিঠিটিতে হুমকি দেওয়া হয়েছে, তাতে ওই চিঠিটি আদৌ মাওবাদীদের লেখা কিনা তা নিয়ে সংশয় হচ্ছে।” তাঁর দাবি, কংগ্রেস প্রভাবিত ওই এলাকায় মনোনয়ন জমার পর্বে বাধা দিতে না পেরেই তৃণমূলের লোকজন এ ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল অবশ্য সে যুক্তি মানতে চায়নি। জেলার পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “বিষয়টি জানি। তদন্ত হচ্ছে।”
|
দু’ দিন ধরে নিখোঁজ থাকার পরে থানার অদূরে নালা থেকে উদ্ধার হল এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। সোমবার সকালে বোলপুর শহরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাসিব শেখ ওরফে বিল্লাল (২২)। তিনি বোলপুরের দর্জি পাড়ার বাসিন্দা। এ দিন সকালে বোলপুর থানার পিছন দিকে রেল লাইন লাগোয়া একটি নালায় বিল্লালের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিল্লাল শনিবার সকালে কাজের জন্য বাড়ির বাইরে যান। তারপর থেকে তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করার পরে বোলপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর পরিবারের লোকজন। বিল্লালের মেসো লালচাঁদ শেখ বলেন, “আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও বিল্লালকে না পাওয়ায় রবিবার রাতেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিল্লালের দেহ মেলার খবর পাই।” তাঁর অভিযোগ, “দেহ দেখেই বোঝা যাচ্ছে এটা কোনও দুর্ঘটনা নয়। বিল্লালকে খুনই করা হয়েছে। ময়না-তদন্তের পরে বোলপুর থানায় ভাইপোকে খুন করার লিখিত অভিযোগ জানাব।” এ দিন সকাল থেকেই বিল্লালের ক্ষতবিক্ষত দেহ পাওয়ার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এলাকায় জড়ো হন। ওই যুবকের পরনে ছিল ফুল চেক জামা ও নীল রংয়ের জিন্স। বুকের বাঁ দিকে চোট ছিল। চোট দেখা যায় বাঁ হাতের আঙুলেও। মাথায় ছিল ধারালো কোনও অস্ত্র দিয়ে কোপানোর ক্ষত। পুলিশও জানিয়েছে, ওই যুবকের দেহে একাধিক ক্ষত চিহ্ন মিলেছে। প্রাথমিক ভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
আত্মহত্যার চেষ্টা করলেন একটি অর্থলগ্নি সংস্থার এজেন্ট। রবিবার সকালে মাড়গ্রামের ঘটনা। পরিবারের অভিযোগ, সংস্থা লগ্নিকারীদের টাকা না মেটানোয় চাপে ছিলেন রাজ্জাক সর্দার নামে ওই এজেন্ট। তার জেরেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন বলে তাঁর পরিবারের দাবি করা হয়েছে। রবিবার গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে বাড়ির লোকজনই তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করেন। সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়। |