টুকরো খবর
প্রচারে বাধা, তৃণমূলের বিরুদ্ধে নালিশ
সিপিএম প্রার্থীর প্রচারে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের নিউ টাউন শিপ থানার জেমুয়া গ্রামের ঘটনা। সিপিএমের অভিযোগ, মনোনয়ন পত্র জমা দিতেও বাধা দেওয়া হয়েছিল তাদের প্রার্থীদের। এখন প্রচারেও বাধা দেওয়া হচ্ছে। দলের জেমুয়া-বিধাননগর লোকাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকার বলেন, “রুইদাস পাড়া ও ডাঙা পাড়ায় সবার সামনেই চার তৃণমূল কর্মী এই ঘটনা ঘটিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে ফ্যাক্সে অভিযোগ জানিয়েছি।” তবে তৃণমূলের দুর্গাপুর ৩ নম্বর ব্লক সভাপতি সুনীল চট্টোপাধ্যায় বলেন, “এই ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। মানুষের সহানুভূতি আদায় করতে সিপিএম এসব করছে।” এ দিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশপাশের বাসিন্দারা ভিড় জমান। তাঁদের দাবি, এই গ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক মানুষেরা রয়েছেন। কিন্তু কখনও কোনও দলকে প্রচারে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও ক্ষোভ জানাতে থাকেন বাসিন্দারা। তবে পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

বাড়ি সংস্কারের দাবি
শনিবার রাতেই ছাদের একাংশ ভেঙে পড়ায় জখম হয়েছিল জামুড়িয়ার মানসী বার্নোয়াল নামে বছর তেরোর কিশোরী। তাকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার চিকিৎসাজনিত খরচ এবং ক্ষতিগ্রস্ত বাড়ির অবিলম্বে সংস্কারের দাবিতে শ্রীপুর এরিয়ার পার্সোনেল ম্যানেজারকে (আইসি) ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এরিয়া কর্তৃপক্ষ জানান, এডিডিএর সঙ্গে আলোচনা করে পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা করা হবে। বাসিন্দারা জানান, ২০১১ সালে ওই এলাকায় ধস হয়েছিল। তাতে শ’খানেক বাড়িতে ফাটল, এমনকী বেশ কয়েকটি বাড়ি ভেঙেচুরে গিয়েছিল। তারপর ইসিএল কর্তৃপক্ষ তাঁদের অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। ইসিএলের দেওয়া সেই ঘরেই ছাদের একাংশ ভেঙে পড়ে। শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ এটি ঘটে।

বাজ পড়ে মৃত ৩
বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই মহিলার। সোমবার বিকেলে দুর্গাপুরের কাদা রোড গ্যামন কলোনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম জুলেখা শেখ (৪৫) ও ফুলমনি মুন্ডা (১৬)। বাজে ঝলসে গিয়ে ডিএসপি হাসপাতালে ভর্তি রয়েছেন সুলেখা জিঙ্কো নামে আরেক মহিলা। পুলিশ জানিয়েছে, এ দিন পাড়ার মহিলারা দল বেঁধে পুকুরে স্নান করতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৩টা নাগাদ বজ্রাঘাতে মারা যান ওই দু’জন। এ দিন বিকেলে লাউদোহাতেও বজ্রাঘাতে মারা গিয়েছেন এক মহিলা। তাঁর নাম লক্ষ্মী রুইদাস (৪২)। পুলিশ জানায়, তিনি মাঠ থেকে গরু আনতে যাওয়ার পথে আচমকা বাজ পড়ে। লাউদোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙচুরে অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
রানিগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, দলীয় পতাকা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তৃণমূল নেতা চিত্ত নায়েকের অভিযোগ, রবিবার রাতে হারাভাঙায় তাঁদের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে পতাকা পুড়িয়ে দেয় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। সেখানে তাঁদের নির্বাচনী প্রচারের পোস্টারে গোবর লেপে দেওয়া হয়েছে। ওই রাতেই চেলোদে একটি দলীয় ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে সিপিএম বলে অভিযোগ। চিত্তবাবু জানান, দলগত ভাবে নিমচা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএম নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।

দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যু
রানিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই। রবিবার রাতে স্কুটিতে চেপে তিন জন একসঙ্গে রানিগঞ্জের ডালপট্টিতে তাঁদের বাড়ি ফিরছিলেন। মেজিয়া ব্রিজের কাছে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ ঠাকুরের (৩৫)। তাঁর দুই সঙ্গীকে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে গভীর রাতে মারা যান তাঁদের এক জন সুমিত সাউ (২৫)। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্ত করা হয়েছে।

বন্ধ ইট কারখানা
জামুড়িয়ায় একটি ইট তৈরির কারখানায় কাজ বন্ধের বিজ্ঞপ্তি দিল কর্তৃপক্ষ। এখানে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১৭০ জন কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ জানান, এখানে কর্মীদের সৃষ্টি করা নানা অসন্তোষে তাঁরা নাকাল। শ্রম দফতরকে তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে শ্রমিকেরা এই অভিযোগ অস্বীকার করেছেন।

বাড়িতে চুরি
দরজা ভেঙে গয়না, নগদ টাকা-সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে আসানসোলের আপকার গার্ডেন এলাকায় চিত্তরঞ্জন দেশবন্ধু কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুণাভ দাশগুপ্তের বাড়িতে ঘটনাটি ঘটে। তিনি আসানসোল দক্ষিণ ফাঁড়িতে অভিযোগ করেনস, দু’দিনের জন্য সপরিবার মন্দারমনি গিয়েছিলেন তিনি। রবিবার রাতে ফিরে দেখেন, দরজার তালা ভাঙা।আলমারি ভাঙা, ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোথায় কী
দুর্গাপুর
ফুটবল। গ্যামন ব্রিজ মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

অন্ডাল
ফুটবল। উখড়া ফুটবল মাঠ। বিকাল ৩টা। উদ্যোগ: উখড়া ফুটবল অ্যাকাডেমি।

কুলটি
ফুটবল। মিঠানি মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: মিঠানি ইউসি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.