তৃণমূল প্রার্থীর অনুগামীর সঙ্গে বিক্ষুব্ধ নির্দল অনুগামীদের গোলমাল হয়েছে কোচবিহারের শীতলখুচিতে। রবিবার সকালে শীতলখুচির গোলেনাওহাটিতে ওই ঘটনায় গ্রাম পঞ্চায়েত প্রার্থীর সমর্থনে কর্মিসভা স্থগিত রাখতে বাধ্য হয়েছেন দলের নেতৃত্ব। শনিবার রাজ্য সভাপতি সুব্রত বক্সি কোচবিহার ও দিনহাটার কর্মিসভায় দলের প্রার্থীদের সমর্থনে নেতাকর্মীদের একজোট হয়ে প্রচার চালানোর পরামর্শ দেন। তার পরেও শনিবার রাতে এক গোলমালে শীতলখুচির ভাওয়েরথানা এলাকায় ৪ জন জখম হয়েছেন। রবিবার সকালেও উত্তেজনা বজায় রয়েছে ওই এলাকায়।
গোলেনাওহাটি পঞ্চায়েতের একটি আসনে দলের প্রার্থী হয়েছেন নুরনাহার বিবি। রবিবার এলাকার এক সমর্থকের বাড়িতে তাঁর সমর্থনে কর্মিসভার করা হয়। লাগোয়া এক শিশুশিক্ষা কেন্দ্রের মাঠে পাল্টা কর্মিসভা ডাকেন ওই আসনের বিক্ষুব্ধ তৃণমূল বলে পরিচিত নির্দল প্রার্থী জরিনা বিবির অনুগামীরা। দুই পক্ষের লোকেরা জমায়েতও হন। তার জেরেই দুই পক্ষের সমর্থকদের বাদানুবাদ থেকে উত্তেজনা ছড়ায়। শুরু হয় হাতাহাতি। গোলমালের খবর পেয়ে শীতলখুচি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থা সামলায় বলে জানা গিয়েছে। গোলমালের জেরে তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত কর্মিসভা বাতিল হয়ে যায়। নির্দল প্রার্থীর সমর্থনে আয়োজিত কর্মিসভাও ভন্ডুল হয়ে যায়। তৃণমূল সূত্রেই জানা গিয়েছে, দলীয় এবং বিক্ষুদ্ধ প্রার্থীদের সমর্থকদের মধ্যে গোলমালের ঘটনায় শনিবার রাতে ভাওয়েরথানা এলাকায় জখম ২ সমর্থককে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শীতলখুচি পঞ্চায়েত সমিতির প্রার্থী মিঠু বর্মন বলেন, “ভাওয়েরথানায় নির্দলের লোকেরা প্রতীক পাওয়া এক প্রার্থীর বাড়িতে হামলা চালায়।” এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূলের জেলা নেতৃত্ব। যদিও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ঘটনাটি খোঁজ নেব।” বনমন্ত্রী তথা জেলা তৃণমূল নেতা হিতেন বর্মন বলেন, “অনেকে মনোনয়ন প্রত্যাহার করতে পারেন নি বলে সমস্যা হচ্ছে। তবে শীঘ্র সব মিটে যাবে।” |