ভোট আসে ভোট যায়। কিন্তু রাস্তা সারাই হয় না। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-২ ব্লকের চাকদাহাট থেকে জুলপিয়া যাতায়াতের জন্য ১৬ কিলোমিটার রাস্তাটি তৈরি হয়েছিল প্রায় দশ বছর আগে। তারপর থেকে মাত্র একবার সংস্কার হয়েছে ওই রাস্তার। ফলে খানাখন্দে ভরা ওই রাস্তা এখন ক্রমশই স্থানীয় বাসিন্দাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাড়িয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরাহাট-১ ও ২ ব্লকের বাসিন্দাদের কলকাতায় যেতে হলে ওই রাস্তাই সব থেকে সুবিধাজনক। ওই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় আমড়াতলা, নৈনান, মোহনপুর, ধামুয়া পঞ্চায়েতের বাসিন্দাদের। কিন্তু রাস্তা বেহাল হওয়ার কারণে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। সমস্যায় পড়েছেন গাড়ির চালকেরাও। |
ঘটছে দুর্ঘটনা। ওই রাস্তা দিয়েই মগরাহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রেও যেতে হয় বাসিন্দাদের। সমস্যায় পড়তে হয় রোগীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্ন্তগত ওই রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনকে বার বার জানালেও কোনও ব্যবস্থা হয়নি। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় বর্তমানে কাজ হওয়ার সম্ভাবনাও নেই।
মগরাহাট-২ বিডিও রিজওয়ান ওয়াহাব বলেন, “আমাদের তহবিলে টাকা নেই। বিষয়টি নিয়ে জেলা পরিষদে জানানো হয়েছে।” একই কথা বলেন মগরাহাট-২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি শেখ খইরুল হক। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন শেষের পর রাস্তাটি সারাইয়ের ব্যবস্থা নেওয়া হবে। |