পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ায় কংগ্রেসের এক প্রার্থীকে মারধর করে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার রামনগরে ১ নম্বর সেক্টরে একটি কারখানায় ওই ঘটনায় তৃণমূলের কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে কংগ্রেস। এ ব্যাপারে রামনগর থানায় অভিযোগও করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফলতার বেলসিনহা গ্রামের শৈলেন মারিক এ বার ওই গ্রাম থেকে পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করেন। এ দিন সকাল থেকে কারখানার গেটে তিনি প্রহরার কাজে নিযুক্ত ছিলেন।
বেলা ১১টা নাগাদ তৃণমূলের সাত-আট জন কর্মী-সমর্থক তাঁর উপরে চড়াও হয় বলে অভিযোগ। কোনওমতে তাদের হাত থেকে তিনি কারখানার ভিতরে পালিয়ে যান। ফোনে দলের কর্মীদের ঘটনাটি জানালে দলীয় কর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) অলোক রাজুরিয়া বলেন, “একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে।
ফলতার ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক হিমাদ্রী সরকারের দাবি, “প্রার্থিপদ প্রত্যাহারের জন্য অনেক আগে থেকেই নানাভাবে শৈলেনবাবুকে হুমকি দিচ্ছিল তৃণমূলের লোকজন। এ দিন ওকে একা পেয়ে মারধর ও অপহরণের চেষ্টা করে। আমরা গিয়ে ওঁকে উদ্ধার করি।”
স্থানীয় তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ অবশ্য কংগ্রেস প্রার্থীর উপরে চড়াও হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, “ওরাই আমাদের কর্মী-সমর্থকদের মারধর করেছে।” |