দৌড়ে তখন ফ্রি কিক নিতে উঠছেন তিনি। সমর্থক থেকে সতীর্থ ফুটবলার সকলের প্রত্যাশা তখন একটাই বুঁফোর পাশ দিয়ে বলটা যাতে জালে জড়ায়। রেফারির বাঁশি বাজতেই যে প্রত্যাশা চোখের সামনে সত্যিই এক অবিশ্বাস্য দৃশ্যে পরিণত হয়। পরপর তিন ম্যাচে তিনটে অবিশ্বাস্য গোল। আর ব্রাজিলের হলুদ জার্সিতে জন্ম আর এক মহাতারকার। যার নাম নেইমার জুনিয়র।
শনিবার রাতে ব্রাজিল-ইতালি ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফুটবলবিশ্ব জুড়ে একটাই প্রশ্ন মেসির পাশে নেইমার কি বার্সেলোনাকে আরও ভয়ঙ্কর করে তুলবে? পাশাপাশি চলল জল্পনাওনেইমার ভাল ফুটবলার হলেও মেসি অন্য জাতের। জাদুকর। বার্সেলোনায় এসে চাপের মুখে নেইমার খুব ভাল না-ও খেলতে পারেন।
সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও, ব্রাজিল কোচ স্কোলারির মতে পরের মরসুমে ইউরোপ মাতাবেন ব্রাজিলের নতুন পোস্টার বয়। |
বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টের সঙ্গে নেইমার। ছবি: এএফপি |
“কনফেডারেশন কাপে নেইমারের খেলা দেখে সবচেয়ে বেশি খুশি হবে বার্সেলোনার সমর্থকরা। ওরা এখন ভাববে যে, নেইমারকে কেনা সার্থক হয়েছে,” বলে শনিবার নেইমারের ফ্রি-কিক নিয়ে ব্রাজিল কোচ যোগ করেছেন, “নেইমার খুব ভেবেচিন্তেই বলটা বুঁফোর নিয়ার পোস্টে মারল।” স্কোলারির সঙ্গে একমত ব্রাজিল কিংবদন্তি পেলে। তিনি বলেছেন, “বার্সেলোনায় সই করা সঠিক সিদ্ধান্ত ছিল নেইমারের। অনেক নতুন অভিজ্ঞতা পাবে ও। ব্রাজিল জার্সিতে আরও ভাল খেলতে পারবে।” প্রথম দিকে পেলে প্রকাশ্যে বলেছিলেন, বার্সা বা রিয়াল মাদ্রিদে না গিয়ে ইপিএলের ক্লাবে খেলা উচিত নেইমারের। কিন্তু শেষমেশ নেইমার বার্সায় সই করার কিছু দিনের মধ্যেই পেলে স্বীকার করেন যে, নেইমারকে তিনি নিজেই পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ডের কোনও ক্লাবে সই না করতে।
বার্সেলোনায় নেইমার ‘হিট’ হবেন অনেকের বিশ্বাস থাকলেও, অনেকে আবার মনে করছেন বার্সেলোনার সঙ্গে মানিয়ে নিতে ঝামেলা হবে ব্রাজিল তারকার। যার মধ্যে একজন নেদারল্যান্ডসের কিংবদন্তি এডগার দাভিদস। “এতে কোনও সন্দেহ নেই যে নেইমার বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে একজন। যদিও বার্সেলোনার খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে নেইমারের,” বলেন প্রাক্তন বার্সা তারকা দাভিদস। আর স্বয়ং নেইমার কী বলছেন? ক্লাব নিয়ে চিন্তা নয়, আপাতত ব্রাজিলকে কনফেড কাপ জেতাতে মরিয়া নেইমার। তিনি বলছেন, ‘‘সেমিফাইনালের জন্য তৈরি আমরা। কিন্তু বিশ্বকাপের আগে আরও উন্নতি করতে হবে।” |