টুকরো খবর
অকালেই চলে গেলেন ভেলো
মাত্র ২৯ বছর বয়সে মারা গেলেন এয়ার ইন্ডিয়ার মিডিও সকার ভেলো। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন গোয়ার সকার। অথচ শনিবার বিকেলে মারগাওতে অনুষ্ঠিত একটি প্রদর্শনী ম্যাচে মারগাও একাদশের হয়ে অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলেছিলেন সকার। কোনওরকম অসুস্থতার লক্ষণ ছিল না বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে রাতে বাড়ি ফিরে খাওয়াদাওয়ার পর বুকে ব্যথা অনুভব করেন সকার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল মহল।

নেইমারদের কনফেড ম্যাচে যুবভারতীর ডার্বি রেফারি
৭ জানুয়ারি, ২০১২। এই শহরেই ৩০০তম মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে বাঁশি মুখে যুবভারতীতে নেমেছিলেন তিনি। উজবেকিস্তানের সেই রেফারি রভশান ইরমাতভ-ই শনিবার ব্রাজিল-ইতালি ম্যাচ পরিচালনা করলেন। কলকাতা প্রিমিয়ার লিগের সেই ডার্বি জিতেছিল মোহনবাগান। সে দিন প্রশংসিত হলেও শনিবার ইতালির জিয়াচেরিনির গোলের সময় পেনাল্টির জন্য বাঁশি বাজিয়েও পরে গোলের নির্দেশ দেওয়া থেকে ব্রাজিলের নেইমারকে কার্ড দেখানো বিতর্ক তাড়া করেছে ইরমাতভকে। উজবেক রেফারিকে নিয়ে রবিবার স্মৃতির ঝাঁপি খুললেন সেই ম্যাচের দুই বঙ্গসন্তান:

সে দিন ম্যাচটা আমরা হারলেও ইরমাতভ দুর্দান্ত খেলিয়েছিলেন। উৎসাহ দিয়েছিলেন ভাল খেলার জন্য। মাঠে সামান্য উত্তেজনাও তৈরি হয়নি ওঁর ম্যাচ পরিচালনায়। তবে রেফারিও মানুষ। তাঁর ভুল হতেই পারে। উনি বাঁশি মুখে আমাদের ম্যাচ খেলিয়েছেন মনে পড়লেই গর্ব হচ্ছে।
মেহতাব হোসেন

দারুণ রেফারি। সব সময় বলের পাশেই থাকেন। ফিটনেস আর ব্যক্তিত্ব চোখে পড়ার মতো। তবে রেফারিংয়েও ভুল হতেই পারে। এক এশীয় রেফারি ব্রাজিল-ইতালি ম্যাচে বাঁশি মুখে ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে!
রহিম নবি

ক্রিকেটের নবাব
এক চোখের দৃষ্টিশক্তির ভরসাতেই দেশ-বিদেশে ভারতীয় ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের নবাব, মনসুর আলি খান পটৌডির মৃত্যুর দু’বছর পর লন্ডনে তাঁকে নিয়ে এক বই প্রকাশ অনুষ্ঠানে বলিউড তারকা ছেলে সইফ আলি খান লিখেছেন, “ওঁকে বাবা হিসেবে পাওয়াটা বিরাট ব্যাপার। বাবা ভারতকে গর্বিত করেছেন। আমাদের উন্নয়নশীল দেশে আত্মবিশ্বাসের খুব প্রয়োজন। অন্তত ক্রিকেট মাঠে বাবা এই আত্মবিশ্বাসটা দিয়েছেন। বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে লড়াই করেছেন।”

পুরনো খবর:

সারওয়ান বাদ
ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় একদিনের সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে বাদ পড়লেন রামনরেশ সারওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ক্যারিবিয়ান দল থেকে সারওয়ান এবং জেসন হোল্ডার ছাড়া বাকি সব প্লেয়ারই ঘোষিত ১৩ জনের দলে রয়েছেন। ১৮ মাস পর দলে ফিরে এলেও সারওয়ানের ব্যাটে রানের খরাই আবার তাঁকে ছিটকে দিল। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে ম্যাচে সারওয়ান মোট দু’রান করেন। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া ত্রিদেশীয় সিরিজের বাকি দুই দল ভারত এবং শ্রীলঙ্কা। সিরিজ শুরু ২৮ জুন।

হকিতে হার
স্পেনের কাছে ২-৪ হেরে বিশ্ব হকি সংস্থার ওয়ার্ল্ড লিগে ষষ্ঠ স্থানে শেষ করল ভারতীয় দল। নির্ধারিত সময়ে ২-২ শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে স্পেন ভারতকে পিছিয়ে দেয়। মনদীপ সিংহ এবং আকাশদীপ সিংহ পেনাল্টি শুট আউটে ব্যর্থ হন। নির্ধারিত সময়ে ভারতের হয়ে গোল করেন শিবেন্দ্র সিংহ এবং মনদীপ সিংহ।

সাংবাদিক প্রশাসনে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন চেয়ারম্যানের পদে এলেন বর্ষীয়ান সাংবাদিক নাজাম শেঠি। ৬৫ বছর বয়সি নাজামকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিযুক্ত করেন। পিসিবি চেয়ারম্যান জাকা আশরফের নির্বাচনে প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির প্রভাব ছিল এই অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে এখন তিনি নির্বাসিত।

কড়া পদক্ষেপ
দুই সতীর্থের বিরুদ্ধে এক মহিলা শুটারের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানাল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। চলতি মাসের গোড়ার দিকে জার্মানির শুল-এ আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় মেয়েদের জুনিয়র ট্র্যাপ ইভেন্টে অংশ নেওয়া এই ভারতীয় শ্যুটার ১০ জুন ক্রীড়া মন্ত্রকে যৌন হেনস্থার অভিযোগ জানান। এই প্রতিযোগিতাতেই দুই সতীর্থ অপমানজনক মন্তব্য করে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ তাঁর। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে জানিয়ে দিয়েছে ক্রীড়া মন্ত্রক।

করিমের পিতৃবিয়োগ
বাবাকে হারালেন মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফা। বহুদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। রবিবার মরক্কোতে মারা যান তিনি। এই মুহূর্তে করিম কলকাতায় রয়েছেন। বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর ভীষণই ভেঙে পড়েছেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফেরার চেষ্টা করছেন করিম।

অন্য খেলায়
এসডিডিএম কাপ চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন অসমের নন্দন বরগোঁহাই। দ্বিতীয় কে বিজয়কান্ত।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.