জেলা জুড়ে অশান্তি
ডোবায় তৃণমূল কর্মীর দেহ, আক্রান্ত সিপিএম কর্মীরাও
ঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সন্ত্রাস অব্যাহত জেলায়। রবিবার বেলিয়াবেড়ার কুজড়া গ্রামে এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। মিলন মাইতি (৩৬) নামে ওই যুবক শনিবার সন্ধেয় নিখোঁজ হন। এ দিন সকালে বাড়ির পিছনে একটি ডোবায় গামছায় মুখবাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ মেলে। তৃণমূলের বেলিয়াবেড়া ব্লক সভাপতি স্বপন পাত্রের অভিযোগ, “সিপিএমই চক্রান্ত করে আমাদের কুজড়া বুথ কমিটির সদস্য মিলনবাবুকে খুন করেছে।” এই ঘটনার জেরে কুজড়া লাগোয়া পদিমা গ্রামে সিপিএম কর্মী নিখিল মিশ্রের বাড়িতে ভাঙচুর হয়। জেলা পরিষদে সিপিএম প্রার্থী লক্ষ্মীমণি কিস্কুর নির্বাচনী এজেন্ট নিখিলবাবু। তাঁর অভিযোগ, “ক’দিন ধরেই তৃণমূলের লোকেরা হুমকি দিচ্ছিল।” এ দিন বেলিয়াবেড়ার কুশমাড় গ্রামে এক সিপিআই প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বেলিয়াবেড়া ব্লক সভাপতি স্বপন পাত্র বলেন, “জনবিচ্ছিন্ন সিপিএম ও তাদের শরিকেরা সন্ত্রাস করায় জনরোষের শিকার হচ্ছে।”
নিমপুরায় সিপিএম সমর্থকের বাড়ি। —নিজস্ব চিত্র।
দলীয় প্রার্থীর থেকে তৃণমূল কর্মীরা পঞ্চায়েত ভোটের প্রচারে না বেরোনোর জন্য মুচলেকা লিখিয়ে নিয়েছে বলে অভিযোগ তুলল সিপিএম। এই ঘটনায় শোরগোল পড়েছে ডেবরার ডুঁয়া ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুরে।
সিপিএমের নালিশ, গ্রাম পঞ্চায়েত প্রার্থী শেখ ইয়াসিন আলি মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই পরিবারের উপর অত্যাচার শুরু হয়। মনোনয়ন তুলতেও চাপ দেওয়া হয়। ইয়াসিন তা না করায় এ বার মুচলেকা লেখানো হয়েছে বলে অভিযোগ।
সিপিএমের ডেবরা জোনাল কমিটির সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডল বলেন, “ওই প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য লাগাতার চাপ দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীরা বাড়িতে গিয়ে তাঁকে ভয় দেখিয়েছে। পরবর্তীকালে ওই প্রার্থীকে দিয়ে জোর করে তিনি প্রচারে বেরোবেন না বলে মুচলেকা লেখানো হয়েছে। ডেবরার বিভিন্ন এলাকাতেই সন্ত্রাস চলছে।” যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি রতন দে বলেন, “অভিযোগ ভিত্তিহীন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সিপিএমের একজন প্রার্থীকেও প্রচারে বাধা দেওয়া হয়নি। ভোটের আগে অকারণে দলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।” এ দিন দুপুরে লালগড়ের বামাল গ্রামের মাঝিপাড়ায় তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সিপিএম কর্মীদের সঙ্গে তৃণমূলের লোকজনের হাতাহাতি হয়। এক সিপিএম কর্মী গ্রেফতার হয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.