টুকরো খবর |
খড়্গপুরে বৃদ্ধা খুনে ধৃত এক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুর শহরে বৃদ্ধা খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম পাভেল ত্রিপাঠী। ওই বৃদ্ধার ছোট মেয়ের সঙ্গে পাভেলের বিয়ে হয়েছিল। পরে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে মেদিনীপুর শহরের বাসিন্দা পাভেলকে হাজির করা হলে পুলিশ ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। আদালত ধৃতকে ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। আগামী ২৮ জুন ফের তাঁকে আদালতে হাজির করা হবে।
ঘটনাটি ২৭ মে’র। ওই দিন সকালে খড়্গপুর শহরের মালঞ্চ এলাকার বাড়ি থেকে রঞ্জনা সেনগুপ্ত (৬৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতার দেহে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তেই পুলিশ নিশ্চিত হয়, এটি খুনের ঘটনা। কিন্তু কে খুন করল? মালঞ্চ এলাকায় নিজের বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। সঙ্গে থাকতেন একজন পরিচারিকা। বৃদ্ধাকে খুন করা হলেও বাড়ির সমস্ত সরঞ্জাম ঠিকঠাক ছিল। কোনও কিছু খোওয়া যায়নি। পরিচিত কোনও ব্যক্তি পুরনো রাগ থেকে এই কাজ করতে পারে, এমনটা ভেবেই তদন্ত শুরু করে পুলিশ। শনিবার পাভেলকে গ্রেফতার করা হয়। |
পুরনো খবর: খড়্গপুরে বৃদ্ধাকে খুন
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
নারী নির্যাতনের প্রতিবাদে মেদিনীপুরে মিছিল। —নিজস্ব চিত্র। |
নারী নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় পথে নামলেন বামপন্থী বুদ্ধিজীবীরা। রবিবার বিকেলে মেদিনীপুর শহরে এক প্রতিবাদ মিছিল হয়। রবীন্দ্রমূর্তির পাদদেশ থেকে শুরু হয় ওই মিছিল। পরে তা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তরুণ কবি-লেখকেরাও মিছিলে সামিল হন।
|
মোবাইল চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
মোবাইল চুরি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে ধরল ঘাটাল থানার পুলিশ। শনিবার রাতে চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জের বাসিন্দা পার্থ ওরফে বাপ্পা বোস এবং বাসুদেব দত্তকে ধরে পুলিশ। মাস খানেক আগে ঘাটাল থানার আলুই গ্রামের অরূপকুমার ঘোষের বাড়ি থেকে ল্যাপটপ এবং মোবাইল চুরি চক্রের কিনারা করতে গিয়ে ওই চক্রের সন্ধান পায় পুলিশ। রবিবার ঘাটাল আদালতে বাপ্পা বসুর দু’দিনের পুলিশ হেফাজত এবং বাসুদেব দত্তের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়।
|
রেলশহরে চুরি, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করল পুলিশ। শেখ সাদ্দাম নামে ধৃত ওই যুবককে রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রে খবর, ক’দিন আগে খড়্গপুররের নিউ ট্রাফিক এলাকার একটি বাড়িতে চুরি হয়। দরজা ভেঙে তিনটি মোবাইল ও আসবাব নিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনায় জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি চলছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে গড়বেতা থানা এলাকার কাষ্ঠগড়ায়। মৃতের নাম তাপস পাল (২৫)। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি গড়বেতা থানারই হাটখামার গ্রামে। আত্মীয় বাড়িতে পুজো দেখতে রাতে বাড়ি থেকে দু’জনে বেরিয়েছিলেন। একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাপসের মৃত্যু হয়। অন্য জন সামান্য জখম হয়েছেন।
|
শ্যামাপ্রসাদ স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬১তম প্রয়াণ দিবস স্মরণ করল বিজেপি। রবিবার মেদিনীপুর শহরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে স্মরণ সভা করে তারা। মূর্তিতে মাল্যদান করেন দলের শহর সভাপতি অরূপ দাস।
|
বজ্রাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম সন্ন্যাসী লোহার (৫৪)। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে গোয়ালতোড় থানার জগারডাঙায়।
|
সচেতনতা প্রচার |
বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করবে ‘মেদিনীপুর জননী’। সকালে পদযাত্রা। তারপর দিনভর মাদক বিরোধী সচেতনতায় অনুষ্ঠান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্থার অরবিন্দনগরের কার্যালয়ে। |
|