প্রতিদিন যাতায়াত করেন প্রায় কুড়িটি গ্রামের মানুষ। অথচ বাণীবন জোড়াপোল থেকে কাটরা পর্যন্ত রাস্তাটি নিতান্তই বেহাল। রাস্তাটি তৈরি হয়ে ছিল বছর সাতেক আগে। তারপর থেকেই আর মেরামত হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। চার কিলোমিটার রাস্তায় বর্তমানে পিচের চিহ্নমাত্র নেই। তৈরি হয়েছে বড় বড় গর্ত।
রাস্তার কাছেই বৃন্দাবনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আছে দু’টি হাইস্কুল এবং কিছু প্রাথমিক স্কুল। প্রচুর মানুষ প্রতি দিন যাতায়াত করেন। উলুবেড়িয়া শহরে আসার এটিই একমাত্র রাস্তা ওই কুড়িটি গ্রামের বাসিন্দাদের। স্টেশন বা মুম্বই রোডে আসতে হলেও ওই রাস্তাটি ভরসা বৃন্দাবনপুর, পাঁচবিঘা, শেখপাড়া, ফুলতলা, বাণীবন, কাটরা প্রভৃতি গ্রামের বাসিন্দাদের। স্থানীয় এক বাসিন্দা শেখ ইসমাইল বলেন, “আমরা বার বার পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। মাঝে মধ্যে অল্পবিস্তর কাজ হলেও পুরো রাস্তাটি কোনও দিনই সারানো হয় না।” |
বাণীবন পঞ্চায়েত প্রধান অর্চনা রায় বলেন, “রাস্তাটি দেখাশোনার দায়িত্ব জেলা পরিষদের। আমাদের পক্ষে ওই রাস্তা তৈরির মতো টাকা নেই। তবুও আমরা পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে মেরামত করি। জেলা পরিষদকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি।”
স্থানীয় বাসিন্দা তথা জেলা পরিষদের এক সদস্য অনিতা সামুইয়ের কথায়, “ওই রাস্তার জন্য জেলা পরিষদে বৈঠক হয়েছে। টেন্ডারও হয়েছে। কিন্তু এক জন মাত্র ঠিকাদার টেন্ডার দিয়েছিল। তাই সেটি বাতিল হয়ে গেছে।” অন্য দিকে, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আনন্দ চট্টোপাধ্যায় বলেন, “ওখানে আমরা চার বার টেন্ডার করেছি, কিন্তু কোনও ঠিকাদার কাজ নেয়নি। শেষবার আমরা জেলা পরিষদের ফান্ড থেকেও ২৮ লক্ষ টাকা মঞ্জুর করি। তারপরেও ঠিকাদারের দেখা পাইনি।” রাস্তাটি আদৌ সংস্কার হবে কিনা, উত্তর আপাতত বিশ বাঁও জলে। |