টুকরো খবর
জিরাটে শিলনোড়ার ঘা মেরে স্বামীকে খুনের নালিশ
খাওয়া নিয়ে বচসার জেরে রাগের বশে মাথায় শিলনোড়ার ঘা মেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। নিহত সৌমিত্র কর (৪০) এ বার হুগলির জিরাট পঞ্চায়েতের বিজেপি প্রার্থী। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে জিরাটের কালীয়াগড় শালবাগান এলাকায়। ওই ব্যক্তিকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী দীপালিদেবীকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবশ্রী সান্যাল বলেন, “পারিবারিক বিবাদের জেরেই ওই ঘটনা।” নিহতের স্ত্রী ঘটনার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌমিত্রবাবু হাওড়ার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। এ বার তিনি জিরাট পঞ্চায়েতের ১৪ নম্বর সংসদে বিজেপি-র টিকিটে দাঁড়িয়েছিলেন। এ দিন দুপুরে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। তার জেরেই বিকেল পৌনে ৪টে নাগাদ স্বামীর মাথায় শিলনোড়া দিয়ে সজোরে আঘাত করেন দীপালিদেবী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৌমিত্র। জিরাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বলাগড় থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে যান স্থানীয় সার্কেল ইনস্পেক্টর নন্দন পানিগ্রাহী। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ওই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হত। এ দিন তা চরমে পৌঁছয়।

আগামী দিনেও একা লড়ব, বললেন প্রদীপ
পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোট হয়নি। আগামী দিনে এ রাজ্যে লোকসভা, এমনকী, পরবর্তী বিধানসভা নির্বাচনেও তৃণমূলের সঙ্গে তাঁরা জোট করতে চান না বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। লোকসভা ভোটের আগে বহু জল গড়ানো অবশ্য বাকি। তা ছাড়া, তৃণমূলের সঙ্গে জোট হওয়া বা না হওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেসের হাইকম্যান্ডই। সেই বাস্তবতা মাথায় রেখেই প্রদীপবাবু জানিয়েছেন, প্রদেশ নেতৃত্বের মনোভাব দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদার নাটাবেড়িয়া বাজারে ব্লক কংগ্রেস কমিটি আয়োজিত একটি নির্বাচনী সভায় রবিবার কার্যত ফাঁকা মাঠে দাড়িয়ে প্রদীপবাবু বলেন, “প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, ২০১৪ সালের লোকসভা এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে কংগ্রেস একক ভাবেই লড়াই করবে। দিল্লিকে ওই সিদ্ধান্তের কথা জানিয়েও দেওয়া হয়েছে। ওরা বাধা দেয়নি।”

শ্যামাপ্রসাদ স্মরণে
স্বাধীনতা সংগ্রামী এবং হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবস পালন করল হুগলি জেলা বিজেপি। রবিবার চুঁচুড়ার রবীন্দ্রনগরে দলের কার্যালয়ে তাঁর জীবনী নিয়ে আলোচনা হয়। হুগলি জেলা বিজেপি-র সহ সভাপতি স্বপন পাল বলেন, “জিরাটে শ্যামাপ্রসাদের পৈত্রিক বাড়ি। এই জেলার মানুষ হিসেবেও তাঁকে এখানে আমরা স্মরণ করলাম।”

দুষ্কৃতী খুন রিষড়ায়
ঘাড়ে কোপানো অবস্থায় এক দুষ্কৃতীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটে রিষড়ার হেস্টিংস মাঠ এলাকায়। পুলিশ জানায়, নিহতের নাম উমেশপ্রসাদ সিংহ (৪৩)। বাড়ি স্থানীয় এনএস রোডে। তার বিরুদ্ধে পুলিশের খাতায় নানা অসামাজিক কাজকর্মের অভিযোগ আছে। দিন কয়েক আগেই সে জেল খেটে বেরোয়। দেহ ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায় পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.