দোকানের হালখাতা অনুষ্ঠানের মিষ্টি খেয়ে শুক্রবার রাত থেকে সাগরের বোটখালি-মনসাবাজার এলাকার শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। অন্তত ৯০ জনকে রুদ্রনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শিখা সরকার। একটি নির্বাচনী প্রচারসভায় যাওয়ার পথে শনিবার ওই স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থদের দেখতে যান রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে খবর, মনসাবাজারের একটি কাপড়ের দোকানে শুক্রবার সন্ধ্যায় হালখাতার অনুষ্ঠান উপলক্ষে গ্রামবাসীদের মধ্যে মিষ্টির প্যাকেট বিলি করা হয়। গ্রামবাসীরা বাড়ি ফিরে আসার ঘণ্টা খানেক পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। প্রত্যেকেরই বমি, পেটব্যথা-সহ নানা উপসর্গ দেখা দেয়। সকলকেই নিয়ে যাওয়া হয় ওই স্বাস্থ্যকেন্দ্রে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “শনিবার বিকেল পর্যন্ত ১০৮ জনকে ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। মনে হয় মিষ্টি থেকে বিষক্রিয়ায় গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভয়ের কিছু নেই।” স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক বলেন, “শিল্পমন্ত্রী আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে কি না, সে ব্যাপারে খোঁজ নিয়েছেন। আপাতত আমাদের ওষুধের প্রয়োজন নেই বলে তাঁকে জানিয়েছি। আশা করছি অসুস্থেরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” |