চিকিত্সা বিমার নয়া নিয়ম অক্টোবরেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অক্টোবর থেকে চিকিত্সা বিমায় একগুচ্ছ নতুন নিয়ম চালু করতে চলেছে বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। নয়া ব্যবস্থায় চিকিত্সার খরচ সংক্রান্ত দাবির (ক্লেম) নিষ্পত্তি করতে হবে বিমা সংস্থাকেই। এত দিন যা করত বিমা সংস্থা নিয়োজিত টিপিএ। এ ছাড়া, পলিসি করানোর ক্ষেত্রে একই রকম শর্ত মেনে চলতে হবে দেশের সব বিমা সংস্থাকে। বিভিন্ন সংস্থা গ্রাহকদের উপর আর বিভিন্ন রকম শর্ত আরোপ করতে পারবে না।
|
এ বার রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থার গ্রাহকদের জন্য ‘ক্যাশলেস’ চিকিত্সার দরজা খুলল অ্যাপোলো গ্লেনিগল্স হাসপাতাল। অ্যাপোলো গোষ্ঠীর পূর্বাঞ্চলীয় সিইও রূপালি বসুর দাবি, চিকিত্সা বিমা বাজারের ৬০% রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দখলেই। এ বার তাদের গ্রাহকরাও এখানে ক্যাশলেস পরিষেবায় উন্নত মানের চিকিত্সার সুযোগ পাবেন। এ ছাড়া, হাসপাতালে দু’টি অপারেশন থিয়েটার এবং ২৫০টি শয্যা সংযোজন করা হবে বলেও রূপালিদেবীর দাবি।
|
সারাদিনব্যাপী স্বাস্থ্যশিবির আয়োজিত হল বালিতে। রবিবার বালি ১ নম্বর বিবেকানন্দ পল্লি উন্নয়ন সমিতির উদ্যোগে ওই স্বাস্থ্যশিবির হয়। দেড়শোরও বেশি রোগীর রক্তচাপ, ব্লাড সুগার, অস্থিরোগ ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয় শিবিরে।
|
স্থানীয় রোটারী ক্লাবের উদ্যোগে রানাঘাটের নজরুল মঞ্চে রবিবার প্রায় শতাধিক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওই স্বাস্থ্য শিবিরে হাজির ছিলেন রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ-সহ অনেক। |