চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের চব্বিশ ঘণ্টা আগে বাংলার সফলতম দুই ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল এবং অশোক দিন্দার বাজি ভারতই। এ দিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের একটি অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিতে এসে বাংলা অধিনায়ক লক্ষ্মী বললেন, “ফাইনালে কোনও ফেভারিট হয় না। কিন্তু বিদেশের মাটিতে ভারত হালফিলে যে রকম দুর্দান্ত খেলছে, অবশ্যই ধোনিদের এগিয়ে রাখব।” সঙ্গে তাঁর আরও সংযোজন, “শেষ বার ইংল্যান্ডের মাটিতে ০-৪ টেস্ট সিরিজ হারের পরে অনেক প্রশ্ন উঠেছিল ভারতকে নিয়ে। এ বার তার যোগ্য উত্তর দেওয়ার সুযোগ ধোনিদের সামনে।” |
বর্ষসেরার পুরস্কার নিয়ে লক্ষ্মী-দিন্দা। শনিবার ক্রীড়া
সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে। ছবি: শঙ্কর নাগ দাস |
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দিন্দার কী মত? “আশা করছি ফাইনালে ভারত খুব ভাল খেলবে। শেষ বার ইংল্যান্ড সফরে হারলেও এ বার জেতার খুব ভাল সুযোগ আছে।” দিন্দার পাখির চোখ এখন জাতীয় দলে প্রত্যাবর্তন। “আমি খুব খাটছি। ভারতের নীল জার্সিতে আবার মাঠে ফিরতে চাই।”
সদ্য আইপিএল তোলপাড় করা স্পট-ফিক্সিং বিতর্ক নিয়ে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সদস্য লক্ষ্মী বলছেন, “আমি বিশ্বাস করি এক বা দু’জন ক্রিকেটারের জন্য পুরো খেলাটাকে বদনাম করার কোনও কারণ নেই।” অন্তত এক বছরের জন্য আইপিএল বন্ধ রাখার দাবি নিয়ে তাঁর বক্তব্য, “আইপিএল বন্ধ করা হবে কি হবে না সেই সিদ্ধান্তটা জনতার উপর ছেড়ে দেওয়াই উচিত।”
২২ মে টাউন হলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে যাঁরা আসতে পারেননি, এ দিনের অনুষ্ঠানে তাঁদেরই পুরস্কার দেওয়া হল। বর্ষসেরা ক্রিকেটার হলেন লক্ষ্মী, আর দিন্দাকে ২০১১-র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হল। এ ছাড়াও সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার সম্মান পেলেন উঠতি তারকা অরিন্তপ দাশগুপ্ত। সেরা অ্যাথলিট পুরস্কার পেলেন হেমশ্রী রায়। |