‘ফিল্ডিংই এ বার ধোনিদের সবার আগে রাখছে’

• লর্ডসে ৩২৬ তাড়া করা
এখনও মনে আছে দিনটা। আমাদের পাঁচ উইকেট চলে যায় ১৭০ রানের মধ্যে। আমি আর যুবরাজই ছিলাম শেষ ভরসা। আমরা মনে হয় এই সুযোগটার অপেক্ষাতেই ছিলাম। ওই টিমটায় আমি আর যুবরাজই অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটার ছিলাম। তাই নিজেদের প্রমাণ করার একটা বাড়তি তাগিদ ছিল আমাদের মধ্যে। টিমের জন্য একটা কিছু করতে চাইছিলাম। টপ অর্ডার আউট হয়ে গিয়েছিল। সচিন তেন্ডুলকর ফিরে গিয়েছিল। ওই অবস্থায় টিমকে জেতানোটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। আমরা সেটা করেছিলাম।

২০০২, লর্ডস। ফাইনালের সেরার ট্রফি নিয়ে কাইফ।
• ধোনিরা কোথায় এগিয়ে
দেখুন, ব্যাটিং আমাদের সব সময়ই বড় শক্তি। আমাদের টিমটাতেও ছিল, ধোনির এই টিমটাতেও আছে। আর বিদেশের পিচে এবং আবহাওয়ায় আমাদের বোলাররা ভাল বল করে থাকে। কিন্তু দুটো টিমে যেখানে তফাত হয়ে যাচ্ছে, সেটা হল ফিল্ডিংয়ে। ২০০২-এ আমাদের টিমটায় কয়েক জন তরুণ প্লেয়ার ছিল যারা ফিল্ডিংয়ে খুব ভাল ছিল। কিন্তু বাকিদের ক্ষেত্রে সেটা বলা যেত না। আর এ বারের ধোনির টিমটায় ছবিটা পুরো বদলে গিয়েছে। বোলাররাও দেখছি বাউন্ডারি লাইনে শরীর ছুড়ে বল বাঁচাচ্ছে। আর তিরিশ গজের সার্কলটা তো একেবারে এয়ারটাইট। ধোনি কিন্তু ঠিকই বলেছে। এটাই ভারতের সর্বকালের সেরা ভারতীয় ফিল্ডিং সাইড।

• চাপের মুখে লড়াই
বছর দুয়েক আগে নিজের দেশে ইংল্যান্ড আমাদের টেস্ট আর এক দিনের সিরিজে হারিয়েছিল। কয়েক জন ছাড়া সেই টিমের বেশির ভাগ প্লেয়ার কিন্তু এখনও খেলছে। আর সেই টিমটাই এ বার ইংল্যান্ডের মাটিতে অসাধারণ ক্রিকেট খেলে গেল। কী ভাবে সম্ভব হল এটা? আমার মনে হয়, ভারতীয় টিম যখনই চাপে পড়ে যায়, তখনই ওদের আসল খেলাটা বেরিয়ে আসে। এ বারও তাই ফাইনালে ধোনিরাই ফেভারিট।

• এই জয় কেন জরুরি
আইপিএল বিতর্ক মাথায় নিয়ে এখানে খেলতে এসেছিল ধোনিরা। এর পর ওদের এই পারফরম্যান্স সত্যিই দারুণ কৃতিত্বের। এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা ধোনিদেরই প্রাপ্য।
বিলেতে আন্ডারডগ থেকে হটফেভারিট
আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেছিল ভারত-ইংল্যান্ড। লর্ডসে ৭ জুন, ১৯৭৫।
আটত্রিশ বছর পর বিলেতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তি ম্যাচ খেলছে ভারত-ইংল্যান্ড।
এজবাস্টনে ২৩ জুন, ২০১৩। ওয়ান ডে ক্রিকেটে একদা অখ্যাত ভারত পূর্ণাঙ্গ বৃত্ত শেষে এখন বিশ্বসেরা।

ডেনিস অ্যামিস।
পঁচাত্তরের সেই ম্যাচে।

মারমুখী মোহিন্দর।
তিরাশি বিশ্বকাপ।

চিরকালীন সেই ছবি।
লর্ডসের ব্যালকনি।

• ৭ জুন’৭৫ (লর্ডস)
প্রথম বিশ্বকাপ

ইংল্যান্ড ২০২ রানে জয়ী
ইংল্যান্ড ৩৩৪-৪ (৬০ ওভার)
ভারত ১৩২-৩ (৬০ ওভার)
ম্যাচের সেরা: ডেনিস অ্যামিস
• ২৯ মে’৯৯ (এজবাস্টন)
আইসিসি বিশ্বকাপ গ্রুপ ম্যাচ
ভারত ৬৩ রানে জয়ী
ভারত ২৩২-৮ (৫০ ওভার)
ইংল্যান্ড ১৬৯ (৪৫.২ ওভার)
ম্যাচের সেরা: সৌরভ গঙ্গোপাধ্যায় (৪০ ও ৩-২৭)
• ৪ জুলাই’০২ (চেস্টার-লে-স্ট্রিট) ন্যাটওয়েস্ট ট্রফি লিগ ম্যাচ
ফলহীন
ভারত ২৮৫-৪ (৫০ ওভার)
ইংল্যান্ড ৫৩-১ (১২.৩ ওভার)
• ২২ জুন’৮৩ (ওল্ড ট্র্যাফোর্ড)
প্রুডেনশিয়াল বিশ্বকাপ সেমিফাইনাল
ভারত ৬ উইকেটে জয়ী
ইংল্যান্ড ২১৩ (৬০ ওভার)
ভারত ২১৭-৪ (৫৪.৪ ওভার)
ম্যাচের সেরা: মোহিন্দর অমরনাথ
(৪৬ রান ও ২-২৭)
• ২৯ জুন’০২ (লর্ডস)
ন্যাটওয়েস্ট ট্রফি লিগ ম্যাচ

ভারত ৬ উইকেটে জয়ী
ইংল্যান্ড ২৭১-৭ (৫০ ওভার)
ভারত ২৭২-৪ (৪৮.৫ ওভার)
ম্যাচের সেরা: যুবরাজ সিংহ
(৬৪ ন.আ. ও ৩-৩৯)
• ৯ জুলাই’০২ (ওভাল)
ন্যাটওয়েস্ট ট্রফি লিগ ম্যাচ

ইংল্যান্ড ৬৪ রানে জয়ী
ইংল্যান্ড ২২৯-৮ (৩২ ওভার)
ভারত ১৬৫ (২৯.১ ওভার)
ম্যাচের সেরা: রনি ইরানি
(৫৩ ও ৫-২৬)
• ১৩ জুলাই’০২ (লর্ডস) ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল
ভারত ২ উইকেটে জয়ী
ইংল্যান্ড ৩২৫-৫ (৫০ ওভার)
ভারত ৩২৬-৮ (৪৯.৩ ওভার)
ম্যাচের সেরা: মহম্মদ কাইফ
(৮৭ ন.আ.)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.