পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে যে স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজি নিয়েই রবিবার এজবাস্টনে নামবে ভারত। কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে বসে ফাইনালের জন্য কোনও বিশেষ নীল নকশা তৈরি করতে বসেননি ধোনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার আগের দিন সাংবাদিকদের তেমনই জানালেন ভারত অধিনায়ক।
“স্পেশ্যাল প্ল্যান আবার কী? পাকিস্তান, শ্রীলঙ্কার বিরুদ্ধে যা ছিল, তা-ই থাকবে। কোনও স্পেশ্যাল প্ল্যানট্যান নেই।” ইদানীং দেশীয় মিডিয়ার বিরুদ্ধে ‘বিদ্রোহ’ শুরু করেছেন ধোনি। তাই তাঁর বলা মানে যে এটাই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের শেষ কথা, রবিবার যে সত্যিই তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না ভারতের কৌশলে, এমনটা ধরে না নেওয়াই বোধহয় ভাল। তবে নিজের কথার সপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করছেন ভারত অধিনায়ক। “আমাদের বোলাররা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে যথেষ্ট ভাল বল করছে। ঠিকঠাক জায়গায় বল ফেলছে। এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।” |
দূর থেকে দেখা। এজবাস্টনের পিচে চোখ কুকের। ছবি: সৌমিত্র বসু |
তবে টুর্নামেন্টে এ পর্যন্ত ডেথ বোলিং নিয়ে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে নিয়ে ধোনির মন্তব্য, “এই জায়গাটা নিয়েই একটু চিন্তা আছে। শোধরাতে হবে।” শেষটা নিয়ে চিন্তায় থাকলেও শুরু নিয়ে যে বেশ খুশি ধোনি, তা তাঁর কথাতেই স্পষ্ট। বলছেন, “ব্যাটিং বলুন বা বোলিং শুরুটা আমাদের বেশ ভাল হচ্ছে বলেই বিপক্ষকে চাপে ফেলতে পারছি আমরা। বিপক্ষের মিডল অর্ডার চাপে পড়ে যাওয়ায় দ্রুত রান তুলতে পারছে না। আর আমাদের ব্যাটসম্যানরা শুরুতে বাড়তি ২০-২৫ রান নেওয়ায় পাওয়ার প্লে-তে তেমন চাপ থাকছে না আমাদের ওপর।”
কিন্তু রবিবারের লড়াইটা যে মূলত ইংরেজ পেসারদের সঙ্গে ভারতের ফর্মে থাকা ওপেনারদের, তা মেনে নিয়ে ধোনি বললেন, “ইংল্যান্ড তো ভাল টিম বটেই। বিশেষ করে ওদের বোলাররা। কিন্তু আমাদের টপ অর্ডার তো এখন দুর্দান্ত ফর্মে। ফাইনালে নামার আগে ওরা বিশ্বের সেরা বোলারদের সামলেছে। আমার মনে হয় ইংল্যান্ডের বোলারদেরও ঠিক সামলে নিতে পারব আমরা।”
দলের দুই স্পিনার অশ্বিন ও জাডেজা নিয়ে প্রশ্নে ধোনি বলেছেন, “ওরা তো জুটিতে লুটছে। একে অপরের পরিপূরক হয়ে উঠছে ক্রমশ। দারুণ ব্যাপার।” |
ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই ক্যাপ্টেন। ছবি: গৌতম ভট্টাচার্য |
ইংল্যান্ডে অতীতে ভারত বিশ্বকাপ-সহ কী কী জিতেছে, সে সব নিয়ে ভাবতেও নারাজ ধোনি। তিনি শুধু সামনের দিকে তাকাতে চান। বরং রবিবার বৃষ্টি সমস্যা হয়ে উঠতে পারে এটা ভাবাচ্ছে তাঁকে। আর তাই টসটা খুব গুরুত্বপূর্ণ মনে করেন ধোনি। “আবহাওয়া ভাল থাকলে ঠিক আছে। টস নিয়ে অতটা ভাবতে হবে না। কিন্তু যদি আকাশ মেঘলা থাকে আর ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়, তা হলে তো টসটা ফ্যাক্টর বটেই। সবটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর। তবে এখানকার সমর্থকদের জন্য ম্যাচটা আমাদের জিততেই হবে। ওঁরা সারা টুর্নামেন্টে প্রচুর সমর্থন জুগিয়েছেন আমাদের। তার প্রতিদান দিতে চাই।”
|
ভারত-ইংল্যান্ড শেষ দশ ওয়ান ডে |
ভারত জয়ী ৮
ইংল্যান্ড জয়ী ২
* (সব ম্যাচই হয়েছে ভারতে) |
ইংল্যান্ডে শেষ দশ ওয়ান ডে |
ভারত জয়ী ২
ইংল্যান্ড ৬
টাই ১
পরিত্যক্ত ১ |
|