|
|
|
|
দুষ্কৃতীদের গুলিতে খুন এক ব্যবসায়ী |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক চাল ব্যবসায়ী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে জামশেদপুরের বর্মা মাইনস এলাকায়।
তার প্রতিবাদে আজ সকাল থেকে জামশেদপুরের গোলমুড়ি ও সাকচি বাজারের খাদ্যপণ্যের ব্যবসায়ীরা দোকান খোলেননি। সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পূর্ব সিংভূম পুলিশের এসএসপি রিচার্ড লাকরা জানান, কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করতেই গুলি চালায় দুষ্কৃতীরা। ব্যবসায়িক বিবাদের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, নিহত ব্যবসায়ীর নাম বিনোদ অগ্রবাল (৪৫)। জামশেদপুরের গোলমুড়ি বাজারে তাঁর চালের ব্যবসা রয়েছে। তিনি গোলমুড়ি এলাকারই বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নগদ ৪ লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বিনোদবাবু। তখনই তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। টাকা ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেন ওই ব্যবসায়ী। গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তাঁর পেটে লাগে, অন্যটি উরুতে। মাটিতে লুটিয়ে পড়েন
রক্তাক্ত বিনোদবাবু। টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
পুলিশ জানিয়েছে, গুরুতর জখম ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সাকচি এবং গোলমুড়ি এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, রাতে পুলিশি টহলদারির অভাবের দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। তবে জামাশেদপুরের এসএসপি অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, “পরিকল্পনা করেই ওই ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়েছে। ওই ব্যক্তি যে মাঝেমধ্যেই প্রচুর টাকা নিয়ে মোটরসাইকেলে যাতায়াত করেন, তা দুষ্কৃতীরা জানত। ওই ব্যবসায়ীর উপর নজর রেখেছিল তারা।” |
|
|
|
|
|