প্রতিবেশীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসির নির্দেশ দিল আদালত। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ নুরুল হোসেন অভিযুক্ত নৃপেন লোহার কর্মকারকে ওই সাজা দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রতিবেশী রাজু কর্মকারকে (৪৫ ) খুনের দায়ে নৃপেনকে দোষী সাব্যস্ত করা হয় গত মঙ্গলবার। এদিন ফাঁসির আদেশ ঘোষণা করতে গিয়ে বিচারক খুনের ঘটনাটিকে ‘বিরলতম ও নজিরবিহীন’ বলে মন্তব্য করেন। আসামী পক্ষের আইনজীবী কৃষ্ণদাস দাস বলেন, “আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হব।” এদিন রাজুর স্ত্রী লক্ষ্মীদেবী বলেন, “এই সাজা ঘোষণায় আমরা খুশি।”
সরকারি আইনজীবী উদয় ঘোষ দস্তিদার জানিয়েছেন, গত বছরের ১০ জুন রাতে খুন হন রাজু। হিলি থানার ডুমরইল এলাকার বাসিন্দা তাঁরা দু’জনেই। ওই দিন নৃপেনের বিরুদ্ধে মাতলামির অভিযোগ তুলেছিলেন রাজু। তা নিয়ে বচসা হয়। তখনকার মতো তা মিটেও যায়। কিন্তু রাত সাড়ে ৯টা নাগাদ নৃপেন হাঁসুয়া নিয়ে হামলা করে রাজুর উপরে। সেই সময় বাড়ির ধারে বাঁশের মাচায় শুয়েছিলেন পেশায় রংমিস্ত্রি রাজু। তাঁর স্ত্রী রান্না করছিলেন। পিছন থেকে রাজুকে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে নৃপেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় রাজুর। মামলায় মোট ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। এর আগে এ জেলার বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে অতিরিক্ত জেলা জজ থাকার সময় বিচারক সৈয়দ নুরুল হোসেন ২০০৭ সালের ৩ অগস্ট আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে ফাঁসির নির্দেশ দিয়েছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। আদালত সূত্রে জানা গিয়েছে, পরে উচ্চ আদালতে ফাঁসি রদ হয় আব্দুল মান্নানের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে।
|