|
|
|
|
মোর্চা-পরিষদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে |
তরাই-ডুয়ার্সে পঞ্চায়েতের প্রচারে বিমল |
নমিতেশ ঘোষ ও নারায়ণ দে • জয়গাঁ |
পঞ্চায়েত নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে আদিবাসী বিকাশ পরিষদ ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে উত্তেজনা বাড়ছে। শুক্রবার তরাই ও ডুয়ার্সে পঞ্চায়েতের প্রচার করতে মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ জয়গাঁ এসেছেন। আজ, শনিবার ডুয়ার্সের কয়েকটি এলাকায় তাঁর পদযাত্রা করার কথা রয়েছে। মোর্চার কর্মসূচির বিরোধিতা করে তরাই ও ডুয়ার্সে বন্ধের হুমকি দিয়েছে পরিষদ। মোর্চাকে যাতে কোনও সভার অনুমতি না দেওয়া হয়, প্রশাসনের কাছে সেই আর্জিও জানিয়েছে পরিষদ।
জলাপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে সবাইকে কর্মসূচি পালন করতে হবে। কোথাও কোনও অশান্তি যাতে না হয়, সেইদিকে নজর রাখা হচ্ছে।” |
|
জয়গাঁয় ভোট প্রচারে বিমল গুরুঙ্গ। শুক্রবারের নিজস্ব চিত্র। |
মোর্চা সূত্রের খবর, পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই মিটিং মিছিল করা হবে। জয়গাঁ পৌঁছে বিমল গুরুঙ্গ বলেন, “পাঁচ দিনের জন্য এসেছি। পঞ্চায়েত নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন এলাকায় পদযাত্রা করব। আরও কিছু কর্মসূচি নেওয়ার জন্য দলীয় স্তরে আলোচনা চলছে।” তিনি জানান, তরাইও ডুয়ার্সে ঝাড়খন্ড মুক্তি মোর্চা সঙ্গে জোট হয়েছে। আর আমরা যে সমস্ত আসনে প্রার্থী দিইনি, সেখানে তৃণমূলকে সমর্থন করার চিন্তাভাবনা চলছে। তরাই ও ডুয়ার্সকে জিটিএর অর্ন্তভুক্তি করার দাবি, উন্নয়নের দাবি সামনে রেখে আমরা পঞ্চায়েতে লড়াই করব।
তবে পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকি’র অভিযোগ, “মোর্চা তরাই ও ডুয়ার্সে উত্তেজনা তৈরি করার জন্য জিটিএতে অন্তর্ভুক্তিরর দাবি নিয়ে প্রচারে নামছে। শ্যামল সেন কমিটি জিটিএ নিয়ে রায় জানিয়ে দিয়েছে। এর পরে মোর্চার কোনও বক্তব্য থাকতে পারে না। তরাই ও ডুয়ার্সের অধিকাংশ মানুষ এসব মানবেন না। ওঁদের মিটিং মিছিলের অনুমতি দেওয়া হলে বনধ্ ডাকা হবে।” সম্প্রতি তৃণমূল যোগ দেওয়া কালচিনির নির্দল বিধায়ক উইলসন চম্প্রমারি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের প্রচার গুরুঙ্গ করতেই পারেন। কিন্তু তরাই ও ডুয়ার্সের জিটিএর অন্তর্ভুক্তি নিয়ে যা বলছেন তা ঠিক নয়।” প্রশাসনিক সূত্রের খবর, কালচিনিতে ৩টি জেলাপরিষদ আসনের মধ্যে মোর্চা ২টিতে ৩২টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ১৫টিতে ও গ্রাম পঞ্চায়েতের ১৯৫টি আসনের মধ্যে ৭৯ আসনে প্রার্থী দিয়েছে। এছাড়া মাদারিহাট বীরপাড়া, কুমারগ্রাম-সহ তরাই ও ডুয়ার্সের অন্যান্য ব্লকগুলিতেও মোর্চা প্রার্থী দিয়েছে। এদিন জয়গাঁও যাওয়ার পথে মোর্চা সভাপতি ভার্নাবাড়ি, দলসিংপাড়া, মঙ্গলাবাড়িতে সমর্থকদের সঙ্গে দেখা করেন। জয়গাঁও শহরেও তিনি একটি রোডশো করেন। |
|
|
|
|
|