|
|
|
|
তদন্তের নির্দেশ মন্ত্রীর |
উঃবঙ্গ মেডিক্যালের জমি দখলের নালিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দখল হয়ে গিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ৭ একর জমি। ক্যাম্পাসের বাইরে থাকা ওই জমিতে তৈরি হয়েছে, বাড়ি দোকান। কর্তৃপক্ষের উদাসীনতায় মেডিক্যাল কলেজর ওই জমি, বিভিন্ন ব্যক্তিদের নামে নথিভুক্ত হয়েছে। মেডিক্যাল কলেজের জমির কাগজপত্র পরীক্ষা করে এমন তথ্যই উঠে এসেছে। শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব মেডিক্যাল কলেজের সুপার এবং অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেছেন। ‘দখল’ জমি কীভাবে উদ্ধার করা সম্ভব হবে তা জানতে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতরে চিঠি পাঠানো হবে বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন।
সম্প্রতি মেডিক্যাল কলেজের জমিতে ইএসআই হাসপাতাল তৈরির সময়ে নথিপত্র পরীক্ষা করে জানা যায়, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নামে সরকারি নথিতে কোনও জমি নেই। সে সময়ে ৫২ একর জমির মধ্যে ১২ একর জমির নামজারি করে কলেজ কতৃর্পক্ষের নামে করা হয়। বাকি ৪০ একর জমি খাস জমি হিসেবে চিহ্নিত। সেই জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে বর্তমানে ফের একটি সমীক্ষায় জানা গিয়েছে, যে ১২ একর জমি সম্প্রতি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নামে নথিভুক্ত করানো হয়েছে, তার ৭ একর জমি কর্তৃপক্ষের দখলে নেই।
কর্তৃপক্ষের উদাসীনতায় জমি দখল হয়েছে, নাকি এর পেছনে কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার ভূমি দফতর থেকে একটি কমিটি গড়ে তদন্ত শুরু হবে। জমি দখলে লেনদেনের ঘটনা আছে বলে অভিযোগ। উঃবঙ্গ মেডিক্যাল কলেজের নামে জমি নথিবদ্ধ না থাকার সুযোগেই এই জমি দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। কত টাকা দিয়ে ওই ৭ একর জমি বিক্রি হয়েছে, কাদের মাধ্যমে জমি হাতবদল হচ্ছে তাও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা যায়। জমি দখল নিয়ে ভূমি দফতরের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পুলিশে অভিযোগ দায়ের করবে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সব্যসাচী দাস বলেন, “নাম জারি ও জমি অধিগ্রহণ সংক্রান্ত পক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। জমির পরিমাণ ৭ একরের বেশি হতে পারে। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।” শুক্রবার কার্শিয়াঙের লাটপাঞ্চারে মোর্চা-তৃণমূল সংঘর্ষে জখম জিগমে লেপচা হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন তাঁকে দেখে যান গৌতমবাবু। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরে মন্ত্রী জানিয়েছে, দ্রুত মেডিক্যাল কলেজে ১০ শয্যার আইটিইউ চালু করা হবে। অত্যাধুনিক এই বিভাগে ভেন্টিলেশন পরিষেবাও মিলবে বলে জানা গিয়েছে। মেডিক্যাল কলেজের সীমানা পাঁচিল তৈরির কাজ শিগগিরি শুরুর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। কলেজ ও হাসপাতালের নিরাপত্তায় ২১ লক্ষ টাকা খরচ করে ভেতরেবাইরে গোপন ক্যামেরা বসানো হয়েছে। |
|
|
|
|
|