|
|
|
|
প্রার্থী-সহ পদযাত্রায় গৌতম |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে শালুগাড়ার বিকাশনগর, শিবনগরে পদযাত্রা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার সকালে পদযাত্রার পরে দলীয় প্রার্থী নিয়ে ঘরোয়া প্রার্থীদের নিয়ে সভা করেন তিনি। এলাকার সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।
এদিন সকাল ৯টা নাগাদ শিলিগুড়ির উপকন্ঠে বিকাশ নগরে পৌঁছোন গৌতমবাবু। বিকাশ নগর থেকে শুরু হয় পদযাত্রা। কাঁচা রাস্তা, মাঠ, উঠোন পেরিয়ে হয়ে প্রায় সাড়ে ৪ কিলোমিটার পথ ঘুরে পদযাত্রা পৌঁছোয় শিবনগরে। সেখানে এলাকার বাসিন্দাদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন মন্ত্রী। বাসিন্দাদের নিয়ে একটি ঘরোয়া সভাও করেছেন গৌতমবাবু। সভায় তিনি বলেন, “এতদিন কী হয়েছে, তা সকলের চোখের সামনেই রয়েছে। গত দু বছরে রাজ্য সরকার এলাকার মেয়েদের স্কুলে যেতে সাইকেল বিলি করা, খেলার পরিকাঠামো গড়ে তুলতে স্থানীয় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও এলাকার সড়ক এবং পানীয় জলের জন্যও বরাদ্দ করা হয়েছে। বর্তমান রাজ্য সরকার ডাবগ্রামে প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”
ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সঙ্গে সমস্যা নিয়েও মন্ত্রী আলোচনা করেছেন। এলাকার বাসিন্দা ধনেশ রায় মন্ত্রীকে দেকে এদিয়ে আসনে। মিছিলের সামনে গিয়ে এলাকায় পাকা রাস্তা না থাকায় যাতায়াতের সমস্যার কথা তিনি মন্ত্রীকে জানান। গৌতমবাবু বলেন, “নির্বাচন আচরণবিধি চলছে। এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। তবে ভোট মেটার পরে এলাকার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
সালুগাড়ার পরে, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতেও নির্বাচনী প্রচার চালিয়েছেন গৌতমবাবু। ফুলবাড়ির বুথে বাসিন্দাদের নিয়ে ঘরোয়া সভার আয়োজন করে তৃণমূল। গৌতমবাবুর কথায়, “আমি বড় সভা করার পক্ষপাতি নই। বাসিন্দাদের সকলের সঙ্গে কথা বলে প্রচার চালাচ্ছি, কর্মী সমর্থকদেরও তেমন ভাবে প্রচার চালাতে নির্দেশ দিয়েছি।” এদিন সকালে শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে, চতুর্থ মহানন্দা সেতুর ‘আ্যপ্রোচ’ পথ তৈরি করতে যে সব দোকান ভাঙা পড়েছে, অথবা যাদের জমি নেওয়া হয়েছে তাদের ক্ষতিপূরণের চেক বিলি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতমবাবু। এদিন ১৪ জনের হাতে চেক তুলে দেওয়া হয়। সেতু ও আ্যপ্রোচ রোড তৈরির দায়িত্বে থাকা শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে (এসজেডিএ) এই চেক বিলি করা হয়েছে। এদিন প্রায় ১২ লক্ষ টাকা এলাকার বাসিন্দিাদের মধ্যে বিলি করা হয়েছে। এসজেডিএ সূত্রে জানানো হয়েছে, এলাকায় এক কাঠা জমি ২ লক্ষ ১০ হাজার টাকা এবং স্থায়ী কাঠামোর ক্ষেত্রে ১ ফুটের জন্য ৫ হাজার টাকা দরে ক্ষতিপূরণ বিলি করা হয়েছে। মন্ত্রী তথা এসজেডিএর চেয়ারম্যান গৌতমবাবু বলেন, “আ্যপ্রোচ রোড তৈরি করে আগামী ১৫ অগস্টের মধ্যে সেতু দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও ক্ষতিপূরণ বিলি করা হবে। সেতুতে ওঠার পথে সৌন্দর্যায়নের ব্যবস্থাও করা হবে।” |
|
|
|
|
|