|
|
|
|
|
|
|
সাজগোজ... |
|
আমি এক বেদুইন |
অল্প অগোছালো, একটু আলুথালু। বোহেমিয়ান ফ্যাশন। ডিজাইনারদের মত শুনলেন শতরূপা চক্রবর্তী |
মন চায় নতুন নতুন অ্যাডভেঞ্চারের জোয়ারে গা ভাসাতে? পছন্দ করেন স্বাধীন এলোমেলো জীবন! চলতে-ফিরতে অনেকের কাছ থেকেই ‘বোহেমিয়ান’ আখ্যা পেয়েছেন!
বোহেমিয়ান না হয়েও কিন্তু ‘বোহেমিয়ান ফ্যাশন’ পরখ করতেই পারেন।
রংবেরঙের ঢিলেঢালা টপ, টি-শার্ট কিংবা শার্টে আনা যায় এই লুক। লম্বা ঝুলেরও যেমন পরা যাবে, ঠিক তেমনই স্বল্প দৈর্ঘ্যেরও চলতে পারে। সুতি বা লিনেন-এর কাপড়ে মন মাতানো রং আর ফেব্রিক খুঁজে নিতে হবে। ফ্লোরাল, ট্রাইবাল, অ্যানিম্যাল প্রিন্টের ফেব্রিকই বোহেমিয়ান লুকের জন্য আদর্শ।
বিভিন্ন কাচের কাজ, প্যাচওয়ার্ক, অ্যাপ্লিকের কাজ করা টপও খুব ভাল লাগবে। কিংবা পাফ্ড স্লিভ বা অফ-শোল্ডার টপও। ডিজাইনার অভিষেক দত্ত যেমন বলছেন, “রঙের ব্যাপারে সচেতন হতে হবে। বার্নড অরেঞ্জ, ফুশিয়া গ্রিন রং-এর টপ ভাল লাগবে। ম্যাক্সি ড্রেসও এই লুকের জন্য এক্কেবারে ঠিকঠাক।”
ডিজাইনার দেব বলছেন, “কেবল ফ্লোরাল প্রিন্টই নয়, এখন ট্যাক্সি বা সানগ্লাসের মতো নতুন প্রিন্টও বেশ চলছে।” স্টাইল আরও বাড়ানোর জন্য স্কার্ফ নিলে ভালই লাগবে। মাথায় বেঁধে ফেলা যায় কালারড হেয়ার ব্যান্ড বা ব্যানডানা। পরা যেতে পারে কেতাদুরস্ত টুপি বা হ্যাট। এখন যেমন স্পোর্টস ক্যাপস ভাল চলছে।
লোয়ার হিসেবে স্কার্টেই কিন্তু আসল লুকটা ফুটে উঠবে। গোড়ালি পর্যন্ত ঝুলের মাল্টি-লেয়ারড, ফ্রিল দেওয়া কিংবা কোঁচকানো লং-স্কার্ট পরা যেতে পারে। রঙের ব্যাপারে কোনও কার্পণ্য নয়। টপের সঙ্গেই মানিয়ে নিয়ে প্যাচওয়ার্ক করা স্কার্ট বেশ ভাল লাগবে। স্কার্ট না পরতে চাইলে লোয়ার হিসেবে লেগিংস, বেল-বটম প্যান্ট, পালাজো প্যান্ট বা অ্যারাবিক স্টাইলের পাজামা বেছে নেওয়া যায়। তা ছাড়াও পরা যায় হারেম প্যান্ট কিংবা ‘হাই-ওয়েস্ট’ বুট-কাট জিনস।
এই স্টাইলের সঙ্গে ফ্ল্যাট জুতোই মানানসই। ডিজাইনাররা বলছেন, একান্তই হিল পরতে ইচ্ছে হলে ওয়েজ-হিল চলতে পারে। জুতোতেও যদি মিরর-ওয়ার্ক বা ট্রাইবাল প্রিন্টের মতো বিভিন্ন কারুকাজ করা থাকে, দারুণ লাগবে। স্টিলেটো বা হাই-হিল বুট পরলে সাজটা ঘেঁটে যেতে পারে।
এই সাজের ক্ষেত্রে অ্যাকসেসরিজের একটা বড় ভূমিকা রয়েছে। লং নেকলেস, কানে বড় ঝোলা দুল আর হাতে রঙবেরঙের ব্যাংগল গলিয়ে ফেলা যায়। জুয়েলারি প্লাস্টিকের না হলেই ভাল। কাঠ, উল, মেটাল, কাচ বা স্টোনের গয়না পরুন। একসঙ্গে অনেকগুলো গয়না পরাই বোহেমিয়ান স্টাইল স্টেটমেন্ট।
ব্যাগ না নিলে সাজটা সম্পূর্ণ হবে কী করে? অভিষেক বললেন, “লেদার ব্যাগ না নিয়ে কাপড়ের পোঁটলি বা ঝোলা ব্যাগ নিতে পারেন। তাতেও থাকুক অভিনব ফেব্রিক বা হাতে তৈরি এমব্রয়ডারির ছোঁয়া।”
পোশাক, অ্যাকসেসরিজ তো আছেই, আর তার সঙ্গে থাক, একটা কেয়ার ফ্রি অ্যাটিটিউড। ব্যস্, তা হলেই ‘বোহো চিক’ হওয়া আটকায় কে! |
|
|
|
|
|