অপরাধীদের ভাষা মমতার মুখে, অভিযোগ বুদ্ধের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ জগতের ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর আরও অভিযোগ, “মুখ্যমন্ত্রীর মুখের ভাষা শুনে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তারা ভাবছে, যা খুশি তাই করেও পার পেয়ে যেতে পারি।” প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে শুক্রবার প্রমোদ দাশগুপ্ত ভবনে আয়োজিত সভায় বুদ্ধবাবু মমতাকে ওই আক্রমণ করেন।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ঘটনাবলির প্রেক্ষিতে বুদ্ধবাবুর বক্তব্য, “আজ বারাসত, কাল ওখানে ঘটনা ঘটেই চলেছে। সমাজবিরোধীরা না সমাজের সাধারণ মানুষ, শেষ কথা কে বলবে, তার ফয়সালা হওয়া দরকার।” রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে বুদ্ধবাবু বলেন, “সমাজবিরোধীরা মাথায় উঠেছে।” তার জন্য কার্যত মমতাকেই দায়ী করেন বুদ্ধবাবু। সেই সূত্র ধরেই তিনি বলেন, “ক’দিন ধরেই দেখছি, মুখ্যমন্ত্রী অপরাধজগতের ভাষায় কথা বলছেন। তিনি যে ভাষায় কথা বলছেন, তা শুনে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তারা দেখছে, মুখ্যমন্ত্রী তাদের ভাষায় কথা বলছেন।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “আমরা কি সমাজবিরোধীদের কাছে রাজ্যকে ছেড়ে চলে যাব? কোনও ভাবেই আমরা এই অবস্থা মানতে পারি না।”
মহাজাতি সদন বা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে এ দিনের সভা করার অনুমতি না পাওয়ায় সিপিএমের কলকাতা জেলা অফিসে তার আয়োজন করা হয়েছিল। ওই সভায় পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকারের ভূমিকা এবং সম্প্রতি কামদুনি-সহ অন্যত্র নারী নির্যাতনের ঘটনার কড়া সমালোচনা করেন বাম নেতারা। বাম আমলে যে মডেলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়েছিল, তা বানচাল করতেই বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলে বুদ্ধবাবুর অভিযোগ। তিনি বলেন, “ভোট আটকাতে এরা হিংস্র বাহিনী মাঠে নামিয়েছে। সর্বত্র এদের দৌরাত্ম্য। লুম্পেনদের এমন দৌরাত্ম্য বামফ্রন্টের আমলে কখনও ছিল না।”
কেবল বুদ্ধবাবুই নন, সভার সভাপতি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও নারী নির্যাতনের ঘটনা-সহ রাজনৈতিক হিংসার কথা তুলে ধরেন। বিমানবাবু জানান, তৃণমূল ক্ষমতায় আসার পরে ৯৮ জন বামপন্থী নেতা-কর্মী খুন হয়েছেন। তাঁর মতে, পঞ্চায়েত ভোটে যাতে গরিব মানুষ তার অধিকার ফিরে না পান, তার জন্য তৃণমূল চেষ্টা চালাচ্ছে। বুদ্ধবাবুর কথায়, “গ্রামের গরিবরা যাতে পঞ্চায়েত চালাতে না পারেন, আমলাদের হাতে পঞ্চায়েত থাকে, তার জন্য ভোট বন্ধ করতে রাজ্য সরকার জোর চেষ্টা চালাচ্ছে।” এর প্রতিবাদে আগামী ২৬ জুন কলকাতা জেলা বামফ্রন্ট রানি রাসমণি রোডে সভা করবে এবং স্মারকলিপি দেবে রাজ্যপালের কাছে।
সভায় উপস্থিত আরএসপি-র ক্ষিতি গোস্বামী, সিপিআইয়ের মঞ্জুকুমার মজুমদার, ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানি থেকে আরম্ভ করে প্রতিম চট্টোপাধ্যায়, মিহির বাইন-সহ সব শরিক নেতাই পঞ্চায়েত ভোট না হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। সাতটি বামফ্রন্ট সরকারের সাফল্যের কথা তুলে ধরে তাঁরা আগামী দিনে বামফ্রন্টকে ঐক্যবদ্ধ রাখার উপরেও জোর দেন। বিমানবাবু বলেন “বামফ্রন্ট আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ ভাবে চলছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.