শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কর্মরত শিক্ষকদের বিএড প্রশিক্ষণ সময়ে শেষ করা কার্যত অসম্ভব বলে মনে করছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। এর জেরে প্রশিক্ষণহীন প্রায় ৩০ হাজার স্কুল শিক্ষকের চাকরি সঙ্কটে পড়বে বলে তাদের আশঙ্কা। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর নিয়মে ২০১৫-র ৩১ মার্চের মধ্যে সব শিক্ষকের বিএড প্রশিক্ষণ শেষ করে ফেলতে হবে। দূরশিক্ষায় বিএডের বন্দোবস্ত করেছে রাজ্য। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়কে এই কাজের নোডাল সেন্টার করা হয়েছে। এবিটিএ-র সাধারণ সম্পাদক উৎপল রায় শুক্রবার বলেন, “কোন শিক্ষক কোন কেন্দ্রে প্রশিক্ষণ নেবেন, জানানো হয়নি। ১ জুলাই বিএডের ক্লাস শুরু হওয়ার কথা। হাতে সময় নেই। তা হলে এ বছর কর্মরতদের প্রশিক্ষণ হবে কী করে?” তবে শিক্ষা দফতর বলছে, এবিটিএ-র আশঙ্কা অমূলক। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, যাঁরা কর্মরতদের প্রশিক্ষণ দেবেন, তাঁদের নিয়ে কর্মশালা হচ্ছে। বিকাশ ভবনের এক কর্তা বলেন, “কর্মরত শিক্ষকদের ব্যাপারে সবিস্তার তথ্য দেবে স্কুলশিক্ষা দফতর। সেই কাজ এগোচ্ছে। সব তরফের কর্তারা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন। জুলাইয়ে প্রশিক্ষণ শুরু হবেই।”
|
বাংলার পরিস্থিতি নিয়ে বৈঠক |
পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) অনিল গোস্বামী। শুক্রবার মহাকরণে ঘণ্টাখানেকের ওই বৈঠকে গুরুত্ব পায় সীমান্ত সমস্যা, উপকূল নিরাপত্তা এবং মাওবাদী প্রসঙ্গ। এ রাজ্যের সঙ্গে নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্তের সংযোগস্থল ‘শিলিগুড়ি করিডর’-এর নিরাপত্তা ব্যবস্থা ব্যাপারেও রাজ্য প্রশাসনের কর্তাদের কাছে জানতে চেয়েছেন গোস্বামী। বৈঠকের পরে প্রশ্ন করা হলে ওএসডি বলেন, “বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সবই মন্ত্রককে জানাব।” পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র বাহিনী দেবে কি না, তা জানতে চাওয়া হলে কোনও মন্তব্য করতে চাননি গোস্বামী। এ দিনের বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি ছাড়াও কলকাতার পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন, “গোস্বামী এ মাসেই কেন্দ্রে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব নেবেন। তার আগে বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে বৈঠক করে সমস্যাগুলো জেনে নিতে চাইছেন।”
|
অর্থ দফতরের এক সহকারী সচিবের বদলিকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে মহাকরণে। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ ইউনিয়ন (নব পর্যায়)-এর সাধারণ সম্পাদক সমীররঞ্জন মজুমদারকে বদলি করা হয়েছে সেচ দফতরে। তাদের দফতর সল্টলেকে। সরকারি কর্মীদের অনেকেরই অভিযোগ, সরকারের কোপে পড়েই সমীরবাবুকে বদলি হতে হল। কামদুনি কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার সরকারি মহিলা কর্মীরা মহাকরণে যে-মিছিল করেছিলেন, তাতে সমীরবাবুর নেপথ্য-সহায়তা ছিল। তার জেরেই তাঁর বদলি। সমীরবাবু বলেন, “আমাকে বদলি করা হল। অথচ অর্থ দফতরে আমার চেয়ে বেশি দিন কাজ করছেন, এমন লোকও আছেন। তাঁদের বদলি করা হল না!” প্রশাসনের একাংশের দাবি, এটি রুটিন বদলি।
|
বিভিন্ন আইআইটি-তে ভর্তির পরীক্ষা জেইই অ্যাডভান্সডের ফল শুক্রবার প্রকাশিত হয়েছে। এ বার ওই পরীক্ষা নিয়েছিল আইআইটি-দিল্লি। http://jee.iitd.ac.in-এ রোল নম্বর দিয়ে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা জেইই মেন-এ কৃতকার্য গোটা দেশের লাখ দেড়েক পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সডে বসেন। তাঁদের মধ্যে প্রায় ১২ হাজার প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। তাঁরা ২৪ জুন থেকে নিজেদের পছন্দের প্রতিষ্ঠান বাছতে পারবেন বলে দিল্লি আইআইটি সূত্রের খবর। |