|
|
|
|
|
|
|
নাটক সমালোচনা... |
|
সফল সত্যান্বেষী |
সাহসী পরিচালক শুভাশিস রায়চৌধুরী। লিখছেন বিপ্লবকুমার ঘোষ |
ব্যোমকেশ প্রিয় গোয়েন্দা। তাঁকে নিয়ে নবতম সংযোজন খাঁটুরা চিত্তপটের নতুন প্রযোজনা ‘সত্যান্বেষী’। ব্যোমকেশকে মঞ্চে আনার সাহস দেখিয়েছেন পরিচালক শুভাশিস রায়চৌধুরী। গোয়েন্দা কাহিনি পড়ার আকর্ষণকে অডিও-ভিস্যুয়ালে ধরে রাখাটা অনেক সময় বেশ কঠিন হয়। বিশেষ করে ব্যোমকেশ বা ফেলুদা করতে গেলে। প্রথমেই তারিফ করতে হয় ‘সত্যান্বেষী’র নাট্যরূপকে। নাটকের স্থান ও সময়কাল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কলকাতা। বিখ্যাত মার্কিন উপন্যাস ‘গ্রেট গ্যাটসবি’ সবে প্রকাশিত, মুসোলিনি ইতালির শাসন ক্ষমতায়, মুম্বই থেকে সবে বৈদ্যুতিক রেল গাড়ি চলছে। নাটক এগিয়েছে নিজস্ব গতিতে। পরতে পরতে খুলছে রহস্য। |
|
রহস্যের ভারী আবহাওয়াকে হালকাও করেছেন নাটকীয় রসদে। নীলাভ চট্টোপাধ্যায়ের মঞ্চ ভাবনা ও কৌশিক দাসের রূপদান এবং বাদল দাসের আলো-আঁধার, স্বপন বন্দ্যোপাধায়ের আবহ এ নাটকের রহস্য নির্মাণের উপযুক্ত। এই নাটকের বড় সম্পদ ব্যোমকেশ চরিত্রে নির্দেশক-অভিনেতা শুভাশিসের অভিনয়, বিশেষ করে তার স্বরক্ষেপণ ও মার্জিত উচ্চারণ। অজিতের চরিত্রে শঙ্খদীপ বেশ সপ্রতিভ। পঞ্চাশ বছর অভিনয় জীবন অতিক্রান্ত অভিনেতা প্রদীপ রায়চৌধুরী অভিনীত অনুকূল ডাক্তারের চরিত্র এই নাটকে আলাদা মাত্রা এনে দিয়েছে। সুজিত মজুমদারের ঘনশ্যাম, নীলাঞ্জনের রাধাকান্ত, সোমেনের হরিরাম, সোমনাথের অশ্বিনী চরিত্রে অভিনয় ভাল। তপন রায়চৌধুরীর দারোগা বিশ্বাসযোগ্য। বলা যায় শরদিন্দুর ব্যোমকেশ ‘সত্যান্বেষী’ চিত্তপটের একটি সফল সাহসী প্রযোজনা। |
|
|
|
|
|