ঠিক বারো মাস, বারো ম্যাচ পর জাতীয় দলের জার্সিতে গোল পেলেন উরুগুয়ের মহাতারকা দিয়েগো ফোরলান। আর কী স্মরণীয় সেই গোল গত বিশ্বকাপে সোনার বল জেতা ফোরলানের! ২০১০ বিশ্বকাপের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ফোরলানের গত রাতে কনফেড কাপে নাইজিরিয়ার বিরুদ্ধে ম্যাচটা ছিল দেশের জার্সিতে নিজের শততম ম্যাচ। আর সেই ম্যাচ উরুগুয়ে ২-১ জিতেছে ফোরলানের উইনিং গোলেই।
গ্রুপ ‘বি’-তে উরুগুয়ে আর নাইজিরিয়া, দু’দলেরই দু’ম্যাচ খেলে তিন পয়েন্ট। স্পেনের সঙ্গে অন্য দল কারা সেমিফাইনাল যাবে সেটা ঠিক হবে রবিবার উরুগুয়ে-হাইতি এবং নাইজিরিয়া-স্পেন ম্যাচের ফলাফলে। এবং সেখানে ফোরলানের দেশ পরিষ্কার ফেভারিট। কারণ উরুগুয়েকে শেষ ম্যাচ খেলতে হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল টিমের বিরুদ্ধে। আর নাইজিরিয়ার সামনে বিশ্ব এবং ইউরোপ সেরা স্পেন। |
বৃহস্পতিবার রাতে ৩৪ বছর বয়সি স্ট্রাইকার ফোরলান জাতীয় জার্সিতে নিজের শততম ম্যাচে ৩৪তম গোলই করেছেন, তাই নয়। উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও কেড়ে নিয়েছেন সতীর্থ লুইস সুয়ারেজের থেকে। লিভারপুল তারকা নাইজিরিয়া ম্যাচে গোল পাননি। বরং উরুগুয়ে অধিনায়ক দিয়েগো লুগানো ডিফেন্স থেকে উঠে দলকে ১৯ মিনিটে এগিয়ে দিয়েছিলেন। যে গোল অবশ্য হাফটাইমের আগেই শোধ দিয়ে দেন চেলসির নাইজিরিয়ান মিডফিল্ডার জন মিকেল। এর পর দ্বিতীয়ার্ধের গোড়ায় সুয়ারেজ-কাভানি-ফোরলান, বিখ্যাত উরুগুয়ান ত্রিভূজের সম্মিলীত আক্রমণ থেকে ফোরলানের জয়সূচক গোল। |