টুকরো খবর
উত্তর ২৪ পরগনার কামদুনি-গেদে-বসিরহাট এবং হাওড়ার পরে ফের ধর্ষণের অভিযোগ কলকাতায়। বাগুইআটির ডাকঘর এলাকায় ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার তাঁর প্রৌঢ় বাড়িওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের পরিবারের বক্তব্য, ষড়যন্ত্র করেই ওই প্রৌঢ়কে ফাঁসানো হয়েছে। ওই বাড়িতে মায়ের সঙ্গে ভাড়া থাকেন নির্যাতিতা তরুণী। শুধু বাড়িওয়ালা নয়, পুলিশের বিরুদ্ধেও প্রথমে বিষয়টিকে আমল না-দেওয়ার এবং তাঁকে হেনস্থা করার অভিযোগ এনেছেন তিনি। পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ করেছেন, ১২ জুন দুপুরে মা কর্মস্থলে যাওয়ায় বাড়িতে একা ছিলেন তিনি। দরজা বন্ধ করে শোয়ার ঘরে ঘুমোচ্ছিলেন। কড়া নাড়ার শব্দে তিনি দরজা খুলতেই বাড়িওয়ালা জোর করে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে এবং এই ঘটনা নিয়ে মুখ খুললে খুন করে ফেলার হুমকি দেয়। তিনি অভিযোগ জানাতে থানায় গেলে পুলিশ প্রথমে তাঁর বক্তব্যকে আমল দিতে চায়নি। উল্টে তাঁকে হেনস্থা করা হয়। পুলিশ তাঁর অভিযোগে কান না-দেওয়ায় ওই তরুণী আদালতের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। পুলিশের বিরুদ্ধে নির্যাতিতাকে হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তারা। বিধাননগরের অতিরিক্ত ডেপুটি কমিশনার সন্তোষ নিম্বলকর বলেন, “ওই তরুণীর অভিযোগের কথা শুক্রবার সকালেই প্রথম জানা যায়। সঙ্গে সঙ্গেই ওই প্রৌঢ়কে তাঁর বাড়ি থেকে ধরা হয়েছে।” স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িতে তরুণীর এক প্রণয়ীর যাতায়াত নিয়ে বাড়িওয়ালার সঙ্গে অশান্তি চলছিল। অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করেই এই অভিযোগ করা হয়েছে।

প্রতিবাদে মিছিল
রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংসদ। শুক্রবার দুপুর দু’টো থেকে এই মিছিল হয়। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদের সভাপতি শ্রাবণী সেনগুপ্ত জানান, মিছিলে ছিলেন প্রায় ২৫০ কর্মচারী। একই কারণে বিকেল চারটেয় যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর গবেষকদের সংগঠন। সঙ্গে ছিলেন সাহা ইনস্টিটিউট, এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, বোস ইনস্টিটিউটের গবেষকেরা এবং ডেমোক্র্যাটিক রিসার্চ স্কলার্স অ্যাসোসিয়েশনের সদস্যেরা।

ছাড়পত্র পেতে
দমকলের ছাড়পত্র পেতে নন্দরাম মার্কেটের ছাদে ১ লক্ষ লিটার ক্ষমতাসম্পন্ন জলের ট্যাঙ্ক রাখতে নির্দেশ দিলেন দমকলমন্ত্রী জাভেদ খান। প্রতিটি তলায় বসাতে হবে সিসিটিভি, স্প্রিংলার। শুক্রবার মহাকরণে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে দমকলমন্ত্রী ছাড়া ছিলেন বিভাগীয় সচিব ও অতিরিক্ত ডিরেক্টর জেনারেল। ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কোলে জানান, দমকলমন্ত্রীর নির্দেশ ব্যবসায়ীদের জানানো হয়েছে। পুরসভার তরফে বলা হয়েছে ভাল কোনও সংস্থাকে দিয়ে মার্কেটটি মেরামত করতে হবে। এ ছাড়া পুরসভার ছাড়পত্র মিলবে না। তিনি বলেন, “সরকারি নির্দেশ মেনেই নন্দরাম মার্কেট খোলার চেষ্টা করছি।”

পুরনো খবর:
অস্ত্র-সহ ধৃত ৪
আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের তিন পাণ্ডাকে শুক্রবার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি। উদ্ধার হয়েছে আটটি স্বয়ংক্রিয় রিভলভার ও কার্তুজ। ধৃতদের নাম খোকন দাস, তাপস দাস ও বিজয় দাস। সিআইডির দাবি, বনগাঁর বাসিন্দা বিজয় বিহার থেকে অস্ত্র এনে বিক্রি করত। এ দিকে, বৃহস্পতিবার তিলজলা থানা এলাকা থেকে দেশি বন্দুক ও কার্তুজ-সহ গ্রেফতার হয় মহম্মদ আলম নামে এক ব্যক্তি।

মোটরবাইক উদ্ধার
বাগুইআটির বিভিন্ন জায়গা থেকে চারটি চোরাই মোটরবাইক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় সইদুল ইসলাম মণ্ডল নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, কয়েক মাস ধরে বাগুইআটি এলাকায় পরপর মোটরবাইক চুরি যাচ্ছিল। সইদুলকে জেরা করে পুলিশ জেনেছে, নিজের তৈরি চাবি দিয়ে মোটরবাইক চালু করে চম্পট দিত সে। সইদুল কোনও বাইক চুরি চক্রের সঙ্গে যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

জলে ডুবে মৃত্যু
পশ্চিম বন্দর থানা এলাকার বিচালি ঘাটে শুক্রবার জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম শমশের আলি (২২)। তিনি আয়রন রোডের বাসিন্দা। স্নান করতে নেমে পা পিছলে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় তাঁর দেহ মেলে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.