|
|
|
|
কিনারা হয়নি একটিরও মোটরবাইকে চেপে ছিনতাই চলছেই শহরে |
নিজস্ব সংবাদদাতা |
মোটরবাইকে চেপে ফের দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটল শহরতলিতে। একটি বরাহনগরে, অন্যটি রাজারহাটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার আরতি দেবনাথ নামে বরাহনগরের সতীশ সেন নগরের এক বাসিন্দা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১৫ হাজার টাকা তুলে ফিরছিলেন। মাঝরাস্তায় মোটরবাইকে দুই দুষ্কৃতী এসে আরতিদেবীকে ধাক্কা মেরে ফেলে তাঁর ব্যাগ ছিনিয়ে পালায়।
আরতীদেবী জানান, তিনি বিএসইউপি প্রকল্পে বাড়ি করার জন্য টাকা পেয়েছেন। সেই টাকাই কয়েক দিন ধরে দফায় দফায় ব্যাঙ্ক থেকে তুলছিলেন। বৃহস্পতিবার ঘটনার পরে পুলিশ আরতিদেবীকে নিয়ে ওই ব্যাঙ্কে যায়। পুলিশ জানায়, ব্যাঙ্কের সিসিটিভি-র ফুটেজে সন্দেহভাজন দুই ব্যক্তিকে দেখা গিয়েছে, যারা আর্থিক লেনদেন করছিল না। ওই মহিলার পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আরতীদেবী বলেন, “বাড়ি করার জন্য ওই টাকা কেন্দ্রীয় সরকার থেকে দফায় দফায় পাচ্ছিলাম। চুরি যাওয়া ওই ১৫ হাজার টাকা না পেলে বাড়িটা শেষ করতে পারব না।”
অন্য দিকে, বৃহস্পতিবারই রাজারহাটের শিখরপুরে প্রায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দোকান বন্ধ করে মোটরবাইকে ফিরছিলেন শিখরপুরের বাসিন্দা, পেশায় সোনার ব্যবসায়ী বাবলু মণ্ডল। উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইক তাঁদের পথ আটকায়। অভিযোগ, বাবলুবাবুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর সোনার চেন, মোবাইল, টাকা-পয়সা ও একটি গয়নার বাক্স নিয়ে পালায় দুষ্কৃতীরা। বাবলুবাবু জানান, তখন রাস্তা ছিল ফাঁকা। চিৎকার করার আগেই উধাও হয়ে যায় দুষ্কৃতীরা। বাবলুবাবুর এক আত্মীয় জানিয়েছেন, ওই গয়নার বাক্সে বেশ কিছু রুপোর গয়না ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মোটরবাইকে চেপে দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনা শহরে মাঝেমধ্যেই ঘটছে বলে অভিযোগ। দিন কয়েক আগেই লেকটাউনে একই কায়দায় দুষ্কৃতীরা মোটরবাইকে এসে টাকা ছিনতাই করে পালায়। ওই ঘটনার এখনও কোনও কিনারা হয়নি।
|
পুরনো খবর: ফের গুলি চালিয়ে হার ছিনতাই, এ বার যাদবপুরে |
|
|
|
|
|