এ বার সোনায় লগ্নি থেকে সরে আসতে শুরু করল মিউচুয়াল ফান্ড। দেশের প্রথম সংস্থা হিসেবে সোনা ভিত্তিক মিউচুয়াল ফান্ড প্রকল্পে (গোল্ড ফান্ড) নতুন করে অর্থ সংগ্রহ করা বন্ধ করল রিলায়্যান্স ক্যাপিটাল। আগামী দিনে এই একই পথে আরও অনেক সংস্থাই হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স ক্যাপ অবশ্য শুধু গোল্ড ফান্ডে নতুন লগ্নিই বন্ধ করেনি। শুক্রবার এক লপ্তে আরও দু’টি উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে। বাকি দু’টি হল:
• সোনার কয়েন বিক্রি বন্ধ করা।
• সোনা বন্ধক রেখে ঋণ না-দেওয়া।
সংস্থার দাবি, চলতি খাতে বাণিজ্য লেনদেনে ঘাটতি যথেষ্ট উদ্বেগজনক। যে কারণে সোনা আমদানি তথা ব্যবহারে রাশ টানতে চাইছে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক। দেশের স্বার্থে সেই উদ্যোগের পাশে দাঁড়াতেই সংস্থার এই সিদ্ধান্ত।
বিশেষজ্ঞদের মতে, রিলায়্যান্সের পথে হেঁটে গোল্ড ফান্ডে নতুন লগ্নি বন্ধ করতে পারে আরও অনেকেই। কারণ সোনার দর কমায় সব ক্ষেত্রেই মুনাফার সম্ভাবনা কমছে।
বুলিয়ন ডিলার বিজয় জালান বলেন, “ভারতে সোনার পুরোটাই আমদানি হয়। বিশ্ব বাজারে সোনার হাল তেমন সুবিধার নয়। নেহাত ডলারে টাকার দাম পড়ায় সোনা কিনতে বেশি টাকা লাগছে। কিন্তু ডলার কমে গেলেই সোনার দর আরও পড়ে যাবে।” তার উপর গোল্ড ফান্ড, ইটিএফ প্রকল্প বন্ধ হলে সোনার চাহিদা দ্রুত কমবে বলে বিশেষজ্ঞদের দাবি। |