অর্থমন্ত্রীর আশ্বাসে ঘুরে দাঁড়াল টাকা, উঠল সূচকও
সংবাদসংস্থা • নয়াদিল্লি ও মুম্বই |
টাকার পতন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে গতকালই আশ্বাস দিয়েছিলেন অর্থ মন্ত্রকের মুখ্য উপদেষ্টা রঘুরাম রাজন। তার ২৪ ঘন্টার মধ্যেই এ বার ওই একই আশ্বাস দিলেন খোদ অর্থমন্ত্রী পি চিদম্বরমও। শুক্রবার তিনি বলেন, “ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ায় অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমার অনুরোধ, এ নিয়ে আশঙ্কা করবেন না। কোনও পদক্ষেপও করবেন না তাড়াহুড়ো করে। প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরোদমে মাঠে নামবে রিজার্ভ ব্যাঙ্ক।” তাৎপর্যপূর্ণ ভাবে অর্থমন্ত্রী এই কথা বলার দিনেই কিছুটা ঘুরে দাঁড়িয়েছে টাকার দাম। ডলারে তা বেড়েছে ৩০ পয়সা। দিনের শেষে ৫৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্সও।
|
ভারতের সঙ্গে আরও পোক্ত হয়েছে বাণিজ্যিক সম্পর্ক, দাবি ঢাকার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের তরফে যে ঋণ দেওয়া হয়েছিল, তার সদ্ব্যবহার করেছে ঢাকা। আজ সে দেশের বিদেশ মন্ত্রক সূত্রে এ কথা জানিয়ে বলা হয়েছে, হাসিনা সরকারের জমানায় লক্ষ্যণীয় ভাবে উন্নত হয়েছে দু’দেশের বাণিজ্য সম্পর্ক। এক দিকে যেমন, ভারতে বাংলাদেশের পণ্য রফতানি প্রায় ৩০% বেড়েছে, তেমনই ভারতীয় সংস্থাগুলিও বিনিয়োগ বাড়িয়েছে ঢাকায়। বিদেশ মন্ত্রকের এক কর্তা জানান, ভারতীয় ঋণের যে অংশটি (২০ কোটি ডলার) অনুদান হিসাবে বাংলাদেশকে দেওয়া হয়েছিল, তা টেলিকম ওষুধ ও গাড়ি শিল্পে ব্যবহার করছে ঢাকা। মদ ও তামাক জাতীয় ২৫টি মাত্র পণ্য ছাড়া বাংলাদেশকে তাদের সমস্ত পণ্য বিনা শুল্কে ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে সাউথ ব্লক। ফলে স্বাভাবিকভাবেই ঢাকার রফতানি বেড়েছে ভারতে। আবার ভারতেরও ৩৮টি সংস্থা প্রায় ২০ কোটি ডলার বিনিয়োগ করেছে ঢাকায়।
|
ভারতে গৃহঋণ ঝুঁকির: পারেখ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতে ফ্ল্যাট বা বাড়ির দাম যা হওয়া উচিত, তার তুলনায় তা অনেকটাই বেশি। দাম কৃত্রিম ভাবে বাড়ানো ছোট শহরগুলিতেও। এমনটাই মনে করেন এইচডিএফসি ব্যাঙ্কের শীর্ষ কর্তা দীপক পারেখ। তাই নির্মাতাদের কাছে তুলনায় কম দামের আবাসন তৈরিতে নজর দিতে আর্জি জানিয়েছেন তিনি। তাঁর সতর্ক বার্তা, বিলাসবহুল আবাসন তৈরিতে ঋণ নেওয়ায় বেশি আগ্রাসী না হওয়াই উচিত। |