বিএ, বিএসসি, বিকম পাঠ্যক্রমে ভর্তি শুরুর আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে অনুমোদিত হল কয়েকটি নতুন বিষয়। বিষয়গুলির সাম্মানিক পাঠ্যক্রম এই শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে। বিষয়গুলি হল, ইলেকট্রনিক্স, দর্শন, মিউজিক, আরবি, উর্দু ইত্যাদি। তবে এই বিষয়গুলি বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি প্রক্রিয়ার আওতায় না থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। ফলে তাঁরা বিশ্ববিদ্যালয়ে এসে বিষয়গুলির সম্বন্ধে খোঁজ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা জানিয়েছেন, অন লাইনে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে নতুন অনুমোদিত বিষয়গুলিতে নিয়ে যারা পড়তে চাইবেন, তাঁদের কলেজগুলিতে সরাসরি গিয়ে ভর্তি হতে হবে। দেবকুমারবাবু বলেন, ‘‘অনলাইন প্রক্রিয়া চলার সময় নতুন অনুমোদিত বিষয়গুলির ভর্তি চালু করে দিলে গোটা প্রক্রিয়াটিতে সমস্যার সৃষ্টি হবে। তাই ওই নতুন বিষয়গুলিতে ছাত্রছাত্রীদের পরেভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি।” এ দিকে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএসসি পার্ট ৩ সাম্মানিক পরীক্ষার ফল প্রকাশ হবে সোমবার। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট, এসএমএস ছাড়াও পরীক্ষা নিয়ামকের বিভাগ থেকেও ফল জানা যাবে।
|
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় পাণ্ডুয়ার বেলুন-ধামাসিন পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিএমের আনন্দ লোহারের (৫৫) ঝুলন্ত দেহ বর্ধমানের জামালপুরে তাঁর বোনের বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনা। কয়েক মাস আগে তাঁর বিরুদ্ধে পাণ্ডুয়া থানায় দুর্নীতির অভিযোগ দায়ের করে প্রশাসন। তার পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তদন্তে পুলিশের অনুমান, দুর্নীতির অভিযোগ ওঠার মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হন।
|
বাসের ধাক্কায় মৃত্যু হল রেখা প্রসাদ (১৩) নামে এক স্কুলছাত্রীর। নেহেরু বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্রী সে। বাড়ি ৫ নম্বর ইছলাবাদে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে সে বর্ধমান-বেরুগ্রাম রুটের একটি বাসের সামনে এসে পড়ে। বাসের খালাসি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেও সে বাসের পিছনের চাকায় গিয়ে পড়ে। রেখাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কলকাতায় স্থানান্তর করার সময় মারা যায় সে।
|
ভোটের আগে বিভিন্ন এলাকাকে মাদক শূন্য করতে একটি অভিযান চালাচ্ছে আবগারি দফতর। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অভিযান হয়েছে। গ্রেফতার হয়েছে মোট ১২ জন। শুক্রবার আবগারি দফতরের ডেপুটি এক্সাইজ কালেক্টর সুরজিত সরকার ও সদর ওসি মহম্মদ নৌসাদ খানের নেতৃত্বে বর্ধমান ও মেমারি এলাকায় অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদ ও ৭ হাজার লিটার মদ তৈরির উপকরণ আটক হয়েছে। ধৃত ৫ জন।
|
বর্ধমানের গোলাহাট ইউথ ক্লাব আয়োজিত ক্রিকেটে জয়ী হল পাণ্ডুয়া একাদশ। ফাইনালে তারা বর্ধমানের মেমারি একাদশকে ২ রানে হারায়। প্রতিযোগিতায় সেরা বিজয়ী দলের শেখ ওসমান। |