রাজ্যে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি ও নারী নির্যাতনের প্রতিবাদে আজ শহরের রাজপথে মৌন মিছিলে সামিল হলেন রাজ্যের বিশিষ্টিজনদের সঙ্গে সাধারণ মানুষও। কামদুনি কাণ্ডের প্রতিবাদে পা মেলালেন ‘পরিবর্তনপন্থী’রা-ও। বিকেল পৌনে চারটে নাগাদ কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হয়। সাহিত্য জগতের মানুষ থেকে সাংস্কৃতিক কর্মী, চিত্রাভিনেতা থেকে খেলোয়াড়— কে ছিলেন না সেই মিছিলে! কবি শঙ্খ ঘোষ, সাহিত্যিক সমরেশ মজুমদার, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বিপ্লব চট্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, চৈতী ঘোষাল, চিত্রশিল্পী সমীর আইচ ও ওয়াসিম কপূর, নির্বেদ রায়, চন্দন সেন, আশোক মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কবীর সুমন, পিঙ্কি প্রামাণিক— পরিচিত এই সব মুখই দেখা গিয়েছে এই মিছিলে। |
নন্দীগ্রাম কাণ্ডের ছ’বছর পরে আজ ফের শঙ্খ ঘোষকে প্রতিবাদের পথে হাঁটতে দেখা গেল। অসুস্থতার জন্য মৃণাল সেন মিছিলে উপস্থিত থাকতে পারেননি। অগুনতি সাধারণ মানুষ সঙ্গে হাঁটলেন অপর্ণা সেন, সুচিত্রা ভট্টাচার্য, স্বাতী গঙ্গোপাধ্যায়, ঊর্মিমালা বসু-সহ অনেকে। মিছিলে সামিল ছিলেন কামদুনি কাণ্ডে মৃতার আত্মীয়েরা। পা মেলালেন কামদুনির স্থানীয় বাসিন্দারাও। ছিলেন গেদে ও গাইঘাটা কাণ্ডে মৃতদের আত্মীয়-পরিজনও। সমাজের বিভিন্ন স্তরের আট থেকে আশি জাতি-ধর্মনির্বিশেষে মানুষেরা এই মিছিলে সামিল হয়েছিলেন। পা মিলিয়েছিলেন বৃহন্নলারাও। বানতলা থেকে সিঙ্গুরে তাপসী মালিক ধর্ষণ-হত্যাকাণ্ড, পার্ক স্ট্রিট-কাটোয়া হয়ে গেদে ও গাইঘাটা— ব্যানার-ফেস্টুনে মুখরিত হয় প্রতিবাদের ভাষা।
|
আবাসন কেলেঙ্কারির অভিযোগে আজ ভবানীভবনে সিপিএম নেতা গৌতম দেবকে প্রায় ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডির কর্মকর্তারা। সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া প্রতিক্রিয়া প্রাক্তন মন্ত্রীর, ‘মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ভবানী ভবনে দু’ঘন্টা আটকে রাখতে। তাই থাকলাম, কথা বললাম’। সিআইডি সূত্রে খবর, বাম আমলে আবাসন দফতরে ২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে গৌতমবাবুর বিরুদ্ধে। তত্কালীন আবাসন দফতর মহেশতলা ও পাড়ুইয়ে বিনা টেন্ডারে চন্দন বসুর সংস্থা ‘গ্রিনফিল্ড’কে প্রায় ৪৫ একর জমি পাইয়ে দেয়। অভিযোগ, ওই সংস্থা আবাসন তৈরি না করে অন্য একটি সংস্থাকে জমি লিজ দিয়ে দেয়, ফলে আবাসন দফতরের প্রায় ২০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়। এই জমি বিলি সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ তথ্য জানতেই প্রাক্তন আবাসন মন্ত্রীকে এই জরুরি তলব সিআইডির। তবে এই তলবকে ‘রাজনৈতিক অভিসন্ধি’ বলেই মন্তব্য করেছেন গৌতমবাবু। অন্য দিকে আজ সকাল থেকেই ভবানীভবনের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বহু সিপিএম কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী ও র্যাফ।
|
আজ ভোর রাতে শোভাবাজারের যৌনপল্লী এলাকায় এক যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ১১ নম্বর ইমামবক্স লেনের একটি রেশন দোকানের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। যুবকটিকে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করেছে বটতলা থানার পুলিশ।
অন্য দিকে সকাল ৮টা নাগাদ খিদিরপুরে অপর এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বছর পঁচিশের এই যুবকটির দেহে ভারী অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। যুবকটির দেহ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
মুম্বইয়ের ঠানেতে তিনতলা বাড়ি ধসে মৃত্যু হয়েছে অন্তত তিন জনের। ঘটনাটি ঘটেছে গত কাল রাত আড়াইটে নাগাদ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপে আরও ২৫ জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। ‘শকুন্তলা ভবন’ নামে তিনতলা বাড়িটি ২৫ বছরের পুরনো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার দু’মাস আগেই মুম্বইয়েতে বহুতল ধসে ৭০ জনের মৃত্যু হয়েছিল। |