সমঝোতা, ঐক্য হয়নি বামফ্রন্টে
সব আসনে প্রার্থী নেই কোনও দলে
ঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুরে কোনও রাজনৈতিক দল গ্রাম পঞ্চায়েত স্তরে সব আসনে প্রার্থী দিতে পারেনি। কংগ্রেস বাদে অন্য দল পঞ্চায়েত সমিতির সব আসনে প্রার্থী দেয়নি। একই ভাবে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস বাদে অন্য কেউ জেলা পরিষদের সব আসনে প্রার্থী দেয়নি। আসন সমঝোতা না হওয়ায় এবছর পঞ্চায়েত নির্বাচনে বাম শরিক দলগুলির ঐক্য হয়নি।
কংগ্রেসের দাবি, দলের তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রার্থীরা সঠিক সময়ে শংসাপত্র সংগ্রহ করতে না পারায় পঞ্চায়েত স্তরের সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কংগ্রেস ও সিপিএমের হুমকির জেরে দলের বহু প্রার্থী পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বহু আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সিপিএম, বিজেপির পাল্টা নালিশ, কংগ্রেস ও তৃণমূলের সন্ত্রাসে জেরে তাঁদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তবে কোনও দলের তরফেই এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হয়নি।
জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক অনুকূল সরকার বলেন, “গ্রাম পঞ্চায়েত স্তরে সব দল প্রতিটি আসনে মনোনয়ন জমা দিতে পারেনি। পঞ্চায়েত সমিতিতে একটি ও জেলা পরিষদে দুটি সর্বভারতীয় রাজনৈতিক দল বাদে অন্য দল সব আসনে প্রার্থী দেয়নি।” জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া জানান, সন্ত্রাস, মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ কেউ জানায়নি। জেলার রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, করণদিঘি, গোয়ালপোখর-১ ও ২, ইসলামপুর ও চোপড়া ব্লকে ৯৮টি গ্রাম পঞ্চায়েতের আসন ১৬৪৯টি। ৯ পঞ্চায়েত সমিতির আসন ২৮৭টি ও জেলা পরিষদের আসন রয়েছে ২৬টি। গ্রাম পঞ্চায়েতের ১৬৪৯টি আসনের মধ্যে ফরওয়ার্ড ব্লক ২৭০, তৃণমূল ১৫১৯, বিজেপি ২৩৩, সিপিআই ৪৯, সিপিএম ১৩৫৫, কংগ্রেস ১৫৬১, আরএসপি ৯৩, সমাজবাদী পার্টি ৫৫২, এসইউসি ৩৩ আসনে প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত সমিতির ২৮৭টি আসনেই কংগ্রেস প্রার্থী দিলেও ফরওয়ার্ড ব্লক ৪৯, তৃণমূল ২৭৮, বিজেপি ৪৭, বিএসপি ৫, সিপিআই ৫, সিপিএম ২৪৮, আরএসপি ১৮, সমাজবাদী পার্টি ৯৭ প্রার্থী দেয়। জেলা পরিষদে ২৬ আসনে কংগ্রেস ও তৃণমূল প্রার্থী দিয়েছে। ফব ৪, বিজেপি ১১, বিএসপি ৯, সিপিএম ২২, আরএসপি ৩, সমাজবাদী পার্টি ২১ আসনে লড়ছে।
জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল সব আসনে প্রার্থী দিতে না পেরে সাংগঠনিক দুর্বলতা আড়াল করতে মিথ্যা অভিযোগ তুলছে।” জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের অভিযোগ, “কংগ্রেস ও সিপিএমের দুষ্কৃতীদের হুমকির জেরে দলের অনেক প্রার্থী গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন দিতে পারেননি।” সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব পাল ও বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী পৃথকভাবে বলেন, “কংগ্রেস ও তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বহু প্রার্থীর বাড়িতে গিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তাঁদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.