শ্লীলতাহানির অভিযোগে রানাঘাটে গ্রেফতার শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, অরিন্দম ঘোষ নামে ওই ব্যক্তি নদিয়ার রানাঘাটের রাবণবোড় আদিবাসী কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মঙ্গলবার ক্লাস চলাকালীন ওই ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই শিশুটি সব কথা বলার পর স্কুলে এসে গ্রামবাসীরা ওই শিক্ষককে মারধর করে। পরে ওই শিশুটির মা পুলিশে অভিযোগ দায়ের করেন। রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। যদিও ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “ মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” |
অন্তঃসত্ত্বাকে মারধর, নালিশ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল গ্রামেরই কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নাকাশিপাড়ার মোটা গ্রামের এই ঘটনায় জখম মহিলাকে বেথুয়াডহরি ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এক মহিলা-সহ মোট ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন ওই মহিলার স্বামী দেবাশিস বর্মন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক দেবাশিস বর্মন তাঁর স্ত্রী সুমনা বর্মনকে নিয়ে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছিলেন। সেই সময়ই এলাকার কয়েকজন বাসিন্দা সুমনাদেবীর উপর চড়াও হন। সুমনাদেবী বলেন, “আমার স্বামী বাঁচাতে এলে তাঁর উপরও হামলা হয়।” পুলিশ তদন্ত শুরু করেছে। |
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • সালার |
বিবস্ত্র অবস্থায় মাঝবয়সী এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। বাড়ি মুর্শিদাবাদের সালারের মাখালতোড় গ্রামে। বুধবার সকালে বাড়ির অদূরে আখ খেত থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ মেলে। মৃতার বাবা পঞ্চানন মাঝি সালার থানায় মেয়েকে খুনের অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, “মেয়েকে যে খুন করা হয়েছে তা স্পষ্ট। তবে কারা খুন করতে পারে তা বুঝতে পারছি না।” তবে তিনি অবশ্য ধর্ষণের কোনও অভিযোগ করেননি। স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি, ওই মহিলাকে ধর্ষণের পরেই খুন করা হয়েছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট না পেলে মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা সম্ভব নয়। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণও মেলেনি।” |
মিলল দেহ, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার কৃষ্ণগঞ্জের শিশিরনগর এলাকার এই ঘটনায় মৃতের নাম পরমা টিকাদার (১৮)। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার ননদ সান্ত্বনা বিশ্বাস ও শাশুড়ি ভগবতী টিকাদারকে গ্রেফতার করেছে। বছর খানেক আগে পরমার সঙ্গে শিশিরনগরের মঙ্গল টিকাদারের বিয়ে হয়েছিল। মঙ্গল কেরলে রাজমিস্ত্রির কাজ করেন। শাশুড়ি ও ননদের সঙ্গেই শ্বশুরবাড়িতে থাকতেন পরমা। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃতার পরিবারের অভিযোগ, পণের জন্য পরমার উপর অত্যাচার করতেন শ্বশুরবাড়ির লোকেরা। |
বাজ পড়ে মৃত্যু হল তিনজনের। বুধবারের এই ঘটনায় মৃতরা হলেন চাপড়ার গাংনার বাসিন্দা রাজ্জাক মণ্ডল (৪২), জয়পুরের নীতিশ রায় (৪০) এবং জয়ঘাটার বাসিন্দা ঝুমা মণ্ডল (২৬)। |
২৩ কিলোগ্রাম গাঁজা সহ গ্রেফতার হলেন সিপিএমের প্রাক্তন প্রধান। আলতাফ হোসেন নামে ওই ব্যক্তি ডোমকল থানার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দৌলতবাদ থেকে আলতাফ হোসেনকে ধরা হয়েছে। |