টুকরো খবর
প্রিমিয়ার লিগে দুঃস্বপ্নের সূচি মোয়েসের ম্যান ইউয়ের
২০১৩-১৪ ইংলিশ প্রিমিয়ার লিগের পুরো ক্রীড়া সূচি বুধবার প্রকাশ করে দিল এফএ। দীর্ঘ ১০ মাস ব্যাপী বিশ্বের সবচেয়ে ঐতিহ্যশালী পেশাদার ফুটবল লিগের পুরো সূচি একবারে প্রকাশ করে দেওয়ার মতোই অভিনব গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোড়াতেই ভয়ঙ্কর কঠিন সূচি। যাকে ম্যান ইউয়ের নতুন ম্যানেজার ডেভিড মোয়েসের কাছে দুঃস্বপ্নের সূচি বললেও অত্যুক্তি হবে না। স্যর অ্যালেক্স ফার্গুসনের জুতোয় পা গলিয়েই মোয়েস ইপিএলের প্রথম পাঁচ ম্যাচেই পড়ছেন চেলসি, লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার সিটি-র মতো কঠিনতম প্রতিদ্বন্দ্বীর সামনে! তার মধ্যে ম্যান ইউয়ের এ বার ইপিএলের প্রথম হোম ম্যাচই মোরিনহোর চেলসির বিরুদ্ধে। এ বার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ১৭ অগস্ট। শেষ রাউন্ড ২০১৪-র ১১ মে। উদ্বোধনী দিন ১৭ অগস্ট ম্যান ইউয়ের প্রথম ম্যাচ অ্যাওয়েতে। সোয়ানসি সিটি-র বিরুদ্ধে। পরের ‘উইক এন্ড’ ২৪ অগস্ট-ই ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ বনাম চেলসি। তার ঠিক এক সপ্তাহ পর ৩১ অগস্ট ম্যান ইউ অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রেন্ডান রজার্সের লিভারপুলের সঙ্গে। এর পর ১৪ সেপ্টেম্বর ঘরের মাঠে দুর্বল ক্রিস্টাল প্যালেসকে পেলেও তার সাত দিন পরেই ২১ সেপ্টেম্বর ম্যান ইউ মুখোমুখি অ্যাওয়ে ডার্বি ম্যাচে ম্যানুয়েল পেলিগ্রিনি-র ম্যান সিটি-র। ১৭ অগস্ট প্রথম দিনও ইংলিশ প্রিমিয়ার লিগের পাওয়ারহাউসগুলোর মধ্যে একমাত্র ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরই বাইরে ম্যাচ। নইলে আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি সবাই প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলবে। সব মিলিয়ে ম্যান ইউয়ের নতুন বস মোয়েসের পরীক্ষাই এ বার হয়তো সবচেয়ে কঠিন।

রাজ্য মিট সাইয়ে
যুবভারতীর অ্যাথলেটিক্স ট্র্যাকের অবস্থা এতটাই খারাপ যে, সেখানে রাজ্য অ্যাথলেটিক্স মিট করতেই ভয় পাচ্ছেন সংগঠকরা। রাজ্য সরকারের তা নিয়ে কোনও মাথাব্যথাও নেই। ফলে সল্টলেক সাই কমপ্লেক্সে পুরো টুর্নামেন্টই সরিয়ে নিয়ে যাওয়া হল। যেখানে কৃত্রিম ট্র্যাক বসলেও কোনও গ্যালারি নেই। নেই ড্রেসিংরুমও। শুধু দর্শকরাই নন, মাঠে ঢোকার সময় সংবাদমাধ্যমকেও বাধা দেন নিরাপত্তারক্ষীরা। বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্য অ্যামেচার অ্যাথলেটিক্স সংস্থার প্রেসিডেন্ট প্রসূন মুখোপাধ্যায় বললেন, “যুবভারতীর টার্ফের অবস্থা খুব খারাপ। স্লো হয়ে গিয়েছে। অ্যাথলিটদের পারফরম্যান্সেও প্রভাব পড়ছে। সে জন্য বাধ্য হয়ে প্রতিযোগিতাটাই সরিয়ে নিয়ে গিয়েছি সাইতে।” আজ বৃহস্পতিবার থেকে সাইতে শুরু হচ্ছে চার দিনের মিট। নামী অ্যাথলিটদের মধ্যে সুস্মিতা সিংহ রায়, রহমতুল্লা, মল্লিকা মণ্ডলরা অংশ নেবেন প্রতিযোগিতায়। এশীয় চ্যাম্পিয়নশিপের শিবিরে ব্যস্ত থাকায় গত মিটের তারকা আশা রায় অংশ নিচ্ছেন না। দুই রেল, পুলিশ, ইস্টবেঙ্গল, মোহনবাগান, বিভিন্ন জেলা-সহ মোট ৩৫টি দলের প্রায় নয়শো প্রতিযোগী অংশ নেবেন ১৪৮ ইভেন্টে। সংগঠকরা অবশ্য পুরস্কারের ক্ষেত্রে পেশাদার হয়েছেন। গ্রাম-গঞ্জ থেকে এসে যাঁরা টুর্নামেন্টে অংশ নেন তাদের বেশিরভাগই দরিদ্র পরিবার থেকে উঠে আসা। সে জন্যই সফল ছেলে-মেয়েদের হাতে ট্রফির বদলে তুলে দেওয়া হবে আর্থিক পুরস্কার। অ্যাময়ের মতো বড় কোম্পানি স্পনসর হওয়ায় সুবিধা হয়েছে কর্তাদের। বছর শেষে মোট টুর্নামেন্টের ভিত্তিতে সফল অ্যাথলিটদেরও দেওয়া হবে আর্থিক পুরস্কার। প্রসূনবাবু জানান, “জলপাইগুড়িতে তিস্তা নদীর তীরে ২২ ডিসেম্বর জাতীয় ক্রসকান্ট্রি হবে।”

টেমসে প্র্যাক্টিস করবে অস্ট্রেলিয়া
ভারতের কাছে টেস্ট সিরিজে ০-৪ হার। এর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শোচনীয় পারফরম্যান্স। সব মিলিয়ে অ্যাসেজের আগে রীতিমতো বিধ্বস্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর তাই হয়তো হৃত মনোবল ফিরিয়ে আনার চেষ্টায় মাইকেল ক্লার্কদের জন্য এক অভিনব প্র্যাক্টিসের আয়োজন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কী সেই প্র্যাক্টিস? এসিবি-র বিবৃতি অনুযায়ী, টেমস নদীতে ভাসমান বজরার উপর একটি পিচ তৈরি করা হয়েছে। যেখানে আজ, বৃহস্পতিবার প্র্যাক্টিস করবেন ক্লার্ক, ওয়াটসনরা। পিছনে থাকবে লন্ডনের টাওয়ার ব্রিজ। অভিনব এই প্র্যাক্টিসের মাধ্যমে অজি ক্রিকেট ভক্তদের সঙ্গে আরও একাত্ম হতে চান ক্লার্করা। এখন দেখার, মনোবল বাড়ানোয় কতটা কাজে দেয় অভিনব প্র্যাক্টিসের এই টনিক।

সিঙ্গাপুরে এগোলেন সাইনা-প্রণীত
সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডে তাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনাল হারের বদলা নিলেন সাইনা নেহওয়াল। হারালেন বিশ্বের ২১ নম্বর জুয়ান জু-কে ২১-১৪, ২৩-২১। বিশ্বের দু’নম্বর সাইনা দ্বিতীয় রাউন্ডে জাপানের এরিকো হিরোসের মুখোমুখি। যাঁর বিরুদ্ধে পাঁচ বার খেলে ৩-২ এগিয়ে হায়দরাবাদি তারকা। পুরুষদের সিঙ্গলসে ভারতের সাই প্রণীত প্রথম রাউন্ডে বড় অঘটন ঘটিয়েছেন। বিশ্বের ৬১ নম্বর প্রণীত ২১-৯, ২১-১০ হারান বিশ্বের চার নম্বর ও টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই হংকংয়ের ইয়ুন হু-কে।

আইসিসি-তে সঙ্কটে বাংলাদেশ
আইনি জটিলতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আটকে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের বোর্ডের নির্বাচন করতে না পারলে বাংলাদেশ আইসিসি-র সদস্য পদই হারাতে পারে বলে আশঙ্কায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। সেক্ষেত্রে বাংলাদেশ টেস্ট-সহ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার অধিকার হারাবে। আইসিসি-র নির্র্বাচন সংক্রান্ত নির্দেশ রাখতে ২০১২-র গোড়ায় বাংলাদেশ বোর্ডের সংবিধানে পরিবর্তন আনা হয়। কিন্তু বাংলাদেশ হাইকোর্ট এই পরিবর্তনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় বিসিবি-র নির্বাচন এখনও স্থগিত হয়ে আছে।

বিদায় লি, সানিয়ার
উইম্বলডনের আগে শেষ প্রস্তুতি টুর্নামেন্ট ইস্টবোর্ন ওপেনে ডাবলস কোয়ার্টার ফাইনাল থেকে একই দিনে সুপার টাইব্রেকে ছিটকে গেলেন লিয়েন্ডার পেজ। সানিয়া মির্জাও। লিয়েন্ডার-স্টেপানেক জুটি ৬-১, ৩-৬, ৫-১০ হারেন ব্রিটিশ-অস্ট্রিয়ান জেইমি মারে-পিয়ার্সের কাছে। সানিয়া-লিজেল হুবার জুড়ি ৩-৬, ৬-৩, ৯-১১ হারেন রোমানিয়ান-চেক নিকুলেস্কু-জাকোপালোভার কাছে।

দ্বিবীজ-পুরবের নজির
উইম্বলডন ডাবলসে নতুন ভারতীয় জুটি। দ্বিবীজ শরণ ও পুরব রাজা-র জুটি তাদের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলার নজির তৈরি করল। কোয়ালিফাইং রাউন্ডে চতুর্থ বাছাইরা দ্বিতীয় রাউন্ডে অস্ট্রিয়ান-চেক প্রতিপক্ষ মাউরার-ভেসেলির বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে উইম্বলডন ডাবলসের মূলপর্বে উঠেছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.