টুকরো খবর
শালবনিতে এসইউসি প্রার্থী প্রহৃত
এসইউসি প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দুপুরে শালবনি বাজারে দলের জেলা পরিষদ প্রার্থী কালীপদ মাহাতো, তাঁর নির্বাচনী এজেন্ট দীপক পাত্র, আরও কয়েকজন প্রার্থী পথসভা করছিলেন। তখনই তৃণমূল সমর্থকেরা তাঁদের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় মাইক। কেড়ে নেওয়া হয় মোবাইল। এ দিনই মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়ে এসইউসি-র জেলা পরিষদ প্রার্থী চিত্ত হাঁসদা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। দলের জেলা সম্পাদক অমল মাইতি বলেন, “সর্বত্রই প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। এ ভাবে চলতে থাকলে অবাধ নির্বাচন কখনই সম্ভব নয়। তাই দুষ্কৃতীদের শাস্তি দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে প্রচার চালানোর উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশের নিশ্চয়তা দাবি করেছি।” পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষের অবশ্য বক্তব্য, “আমরা কোথাও কাউকে বাধা দিচ্ছি না। ওদের লোকজনই নেই। অকারণে আমাদের বিরুদ্ধে কুৎসা করছে।”

বৃদ্ধের অপমৃত্যু, চাঞ্চল্য খড়্গপুরে
এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর লোকাল থানার কদম্বগেড়িয়ায়। মৃতের নাম অচিন্ত্য রায় (৭৮)। বুধবার এক পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সিপিআইয়ের দাবি, অচিন্ত্যবাবু তাদের সমর্থক ছিলেন। ক’দিন আগে এই এলাকাতেই শাসক-বিরোধীদের মধ্যে গোলমাল হয়। সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণার দাবি, “অচিন্ত্যবাবু আমাদের লোকাল কমিটির সদস্য চিত্ত রায়ের কাকা। পুলিশের উচিত, সমস্ত দিক খতিয়ে দেখা।” জেলা তৃণমূল নেতা অজিত মাইতি অবশ্য বলেন, “পুকুরে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে শুনেছি।” প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, পুকুরে ডুবেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ভোট প্রস্তুতিতে আজ বৈঠক
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলার সব বিডিও এবং আইসি-ওসিদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে মেদিনীপুরে। আজ, বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউসে ওই বৈঠক হবে। উপস্থিত থাকার কথা জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, পুলিশ সুপার সুনীল চৌধুরী প্রমুখের। নির্বাচনের প্রস্তুতি কত দূর এগিয়েছে, কাজ এগোতে কোনও সমস্যা হচ্ছে কি না, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিই বা কোনও জায়গায় রয়েছে, বৈঠকে এ সব নিয়েই পর্যালোচনা করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

ভোলবদল
ছবি: রামপ্রসাদ সাউ।
বিতর্ক বাধতেই রাতারাতি বদলে দেওয়া হল প্রচার গাড়ির ফেক্স। ‘মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ)’ লেখা ফ্লেক্স সরিয়ে লাগানো হল জেলা তৃণমূলের জেলা চেয়ারম্যান মৃগেন মাইতির নাম লেখা ফ্লেক্স। মৃগেনবাবু এমকেডিএ-রও চেয়ারম্যান। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে পর্ষদের নামে প্রচার গাড়ি বেরনোয় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে। আনন্দবাজারে সংবাদ প্রকাশিত হয়। তারপরই পাল্টে ফেলা হয় ফ্লেক্স।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.