জখম মাকনার হদিস খুনিয়ায়
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পিছনের বাঁ পায়ে লোহার টুকরো বিঁধে থাকা অবস্থায় একটি জখম হাতিকে জঙ্গলে দেখতে পেলেন বনকর্মীরা। বুধবার সন্ধ্যায় গরুমারা লাগোয়া খুনিয়া রেঞ্জের পানঝোরা বিটের জঙ্গলে হাতিটিকে দেখা যায়। টহলরত বনকর্মীরা হাতিটিকে দেখতে পেয়েই রেঞ্জ অফিসে খবর গেন। লোহার টুকরোটি তিরের অংশ হতে পারে বলেও প্রাথমিকভাবে মনে করছেন বনকর্মীরা। জলপাইগুড়ি বন দফতরের ডিএফও বিদ্যুৎ সরকার জানান, হাতিটি মাকনা হাতি। ক্ষত তির না কাটাতাঁরের তা পরিষ্কার নয়। আজ, বৃহস্পতিবার কুনকির সাহায্যে জখম হাতির চিকিৎসা করানো হবে।
|
সাপের ছোবলে মৃত
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম পিন্টু ঘোষ (৩২)। পুলিশ জানায়, এ দিন বাড়িতে রাখা ধানের বস্তা সরাতে গেলে সাপটি তাঁকে ছোবল মারে। প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।
|
ছয় ঘর ভাঙল হাতি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ডুয়ার্সের ঘিসবস্তিতে মঙ্গলবার রাতে একটি হাতির হামলায় ৬টি ঘর ভেঙেছে। লাগোয়া ভুট্টাবাড়ির জঙ্গল থেকে বেড়িয়ে একটি হাতির দল ঘিস নদীর কাছাকাছি চলে এসেছিল বলে বন দফতর জানিয়েছে। সে সময় দল থেকে একটি দাঁতাল বেরিয়ে এসে, বস্তির ভেতরে ঢুকে পড়ে। দাঁতালটি পরপর ৬টি বাড়ি ভাঙে বলে স্থানীয় বাসিন্দারা বন দফতরকে জানিয়েছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ঘিস নদী সংলগ্ন এলাকায় বাড়তি নজরদারি চলবে।
|
৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করতে করতে মেলেনি একটা দিনেরও বিশ্রাম। অতিরিক্ত চাপে কাহিল হয়ে গিয়েই গত সপ্তাহে অসুস্থ হয়ে উত্তর-পূর্ব মুম্বইয়ের একটি রাস্তায় পড়ে যায় ৫৮ বছরের হস্তিনীটি। স্থানীয় সূত্রের খবর, বিজলি নামের হাতিটিকে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে পয়সা রোজগার করত তার মালিক। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও ভাড়া খাটাত। কিন্তু পরিশ্রমের অনুপাতে জুটত না বিশ্রাম। খাওয়া দাওয়ারও ঠিক ছিল না। ঘাস-পাতার বদলে খেতে হত মশলাদার বড়া-পাও ইত্যাদি অস্বাস্থ্যকর খাবার। ফলে দেহের ওজন বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার কিলোগ্রাম। চিকিৎসক তথা হস্তি বিশেষজ্ঞ কে কে শর্মা বলেছেন, “ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি পুষ্টির ঘাটতি মিটিয়ে ওকে শক্তি জোগানোর।”
|
সর্পদষ্ট হয়ে মহিলার মৃত্যু |
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার রাতে খানাকুলের ঘোষপুরের বাসিন্দা মোসলেমা বেগম (৪৯) নামে ওই মহিলাকে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে ছোবল মারে। বুধবার ভোরে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তিনি মারা যান। |